ঢাকা, বাংলাদেশ | শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   ভূমিকম্পে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত অনেকে    ইদানীং জায়েদ খানের পাগলামি বেড়ে গেছে : হিরো আলম    বিএনপি নামক ‘কারাগারে’ বন্দী তাদের নেতারা : তথ্যমন্ত্রী    খাগড়াছড়িতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন ৭ জন প্রার্থী    মনোনয়নপত্র দাখিল করলেন এমরান হোসেন মিয়া    দলের পদধারী স্বতন্ত্র প্রার্থীদের অবশ্যই দলীয় শৃঙ্খলা মাথায় রাখতে হবে : তথ্যমন্ত্রী    ৭ম বারের মতো আ.লীগ দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পেলেন রাজিউদ্দিন আহমেদ রাজু,    খাগড়াছড়িতে আওয়ামীলীগের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল    রাজশাহী আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ    অটোরিকশা থেকে নামিয়ে ২ যুবককে হাতুড়িপেটা    স্ত্রী বাবার বাড়ি থেকে না ফেরায় স্বামীর আত্মহত্যা    বিএনপির নেতা মিন্টুর বাড়িতে হামলা, গাড়িতে আগুন    দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ    বিএনপি দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে : তথ্যমন্ত্রী    দুপুরে আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ

মাদক দখলে রেখে বিক্রির সময় হাতেনাতে পুলিশের হাতে গ্রেফতার হওয়া এক শিশুকে তিন বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।

 রোববার সকালে বরগুনার শিশু আদালতের বিচারক ও সিনিয়র জেলা জজ মো. মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত শিশু বরগুনা জেলার আমতলী উপজেলার মধ্য তারিকাটা গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ মেহেদী হাসান (১৬)। রায় ঘোষণার সময় মেহেদী হাসান আদালতে উপস্থিত ছিল।

একইসঙ্গে শিশুকে যশোর শিশু সেইফহোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের পাবলিক প্রসিকিউটর মো. মোস্তাফিজুর রহমান।

জানা যায়, দণ্ডপ্রাপ্ত শিশু ২০১৮ সালের ২০ এপ্রিল রাত অনুমান ১২ টার সময় আমতলী থানাধীন আড়পাংগাসিয়া ইউনিয়নের খুড়িয়ার খেয়াঘাট যাওয়ার পথে

কালু মুসল্লির বাড়ির সামনে পাকা রাস্তার উপরে ওই শিশুকে ৫৩ পিস ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করে।

মামলার বাদী আমতলী থানার পুলিশ এসআই সৈয়দ শফিউল হোসেন বলেন, ওই শিশু ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত।

ঘটনার দিন রাত ১২টার পরে ওই শিশু ৫৩ পিস ইয়াবা বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থল রাস্তায় দাঁড়িয়ে ছিল। আমাদের টহল পুলিশের সন্দেহ হলে শিশুকে আটক করি।

শিশুর দেহ তল্লাসি করে শিশুর কোমর থেকে একটি পলিথিনে মোড়ানো ৫৩ পিস ইয়াবা উদ্ধার করি।

মামলাটি উপপুলিশ পরিদর্শক ইমানুল ইসলাম ইমন তদন্ত শেষ করে ২০১৮ সালের ৩১ মে ওই শিশুর বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করেন।

আদালত রায়ের অবজারভেশনে বলেন, এক শ্রেণির মাদক ব্যবসায়ীরা কম বয়সী শিশুদের ব্যবহার করেন। শিশুদের সাজা কম বিধায় মাদক ব্যবসায়ীরা এ পেশায় শিশুদের ব্যবহার করে।

রায়ে আরও উল্লেখ করেন, শিশুর বয়স বৃদ্ধি হলে বরগুনা কারাগারে থাকতে পারবে।

শিশুর আইনজীবী বলেন, এই শিশুকে স্থানীয় কোন্দলের কারণে ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান বলেন, রায়ে আমরা সন্তুষ্ট।

ইদানিং শিশুদের অপরাধ প্রবণতা ক্রমশ বেড়েই চলছে। শিশুরা অপরাধ করলে সাজা ভোগ করতে হয়।

এ ম্যাসেজটি সবার কাছে পৌঁছে গেলে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে।

আরও পড়ুন :

এনএএন টিভি


2 Replies to “মাদক মামলায় শিশুকে তিন বছরের আটকাদেশ”

Comments are closed.

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।