মিয়ানমারে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
আজ শুক্রবার ভোরের দিকে এই ভূমিকম্প হয়। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, আজ শুক্রবার ভোরে দিকে এই ভূমিকম্প অনুভূত হয়।
মিয়ানমারের মনিওয়া থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে এই ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তির স্থলে এর গভীরতা ছিল ১৪৪ কিলোমিটার।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল কোথায় সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত হওয়া যায়নি। প্রতিবেদনে ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সেটি উল্লেখ করা হয়নি।