বগুড়ার শেরপুরে মুখোশ পরা দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুটি ট্রাক পুড়ে গেছে। সোমবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার দশমাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা নাদির হোসেন ডিবিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহাসড়কে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুটি ট্রাকের চালকের কেবিন পুড়ে গেছে। একটি ট্রাক জয়পুরহাট থেকে কলা নিয়ে যাচ্ছিল সিলেটে।
টাইলসের মাটি নিয়ে আরেকটি ট্রাক বগুড়ার কাহালু থেকে ঢাকায় যাচ্ছিল। তারা দ্রুত পানি ঢেলে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে টাইলসের মাটিবোঝাই ট্রাকটির কেবিনের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। কলাবোঝাই ট্রাকের চালকের কেবিন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
টাইলসের মাটিবোঝাই ট্রাকটি চালক আসলাম ফকির জানান, রাত ১১টায় তিনি তার ট্রাকটি নিয়ে শেরপুরে দশমাইল এলাকায় পৌঁছালে মুখোশধারী ১৫ থেকে ২০ জন ব্যক্তি মহাসড়কের ওপরে উঠে আসে।
এ সময় তিনি গাড়ির গতি নিয়ন্ত্রণ করেন। এরপর মুখোশধারীদের নির্দেশমতো তাকে এবং তার সহকারীকে ট্রাক থেকে নামানো হয়।
এরপর মুখোশধারীরা তার ট্রাকের চালকের কেবিনে বোতল থেকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
আরও পড়ুন :
One Reply to “মুখোশ পরে বগুড়ায় মহাসড়কে দুই ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা”
Comments are closed.