ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   দুপুরে আমিন বাজারে বিএনপির সমাবেশ    দোকানে চুরি করতে ঢুকে ৯৯৯-এ কল দিয়ে গ্রেফতারের আবেদন চোরের!    চোর সন্দেহে চার নারী গ্রেফতার হয়েছে সাভারে    প্রাইভেটকারকে মামলা দেওয়ায় নারী সার্জেন্টকে মারধর    যে কারণে স্বামীকে ভাই ডাকা যাবে না    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ    মামলা দেওয়ায় নারী সার্জেন্টকে মা-মেয়ের মারধর    শ্যালো মেশিনের পাখার সাথে হিজাব পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু    ভিসানীতি নিয়ে বিব্রত কিংবা আতংকিত হওয়ার কিছু নেই: রাষ্ট্রমন্ত্রী    বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল টাইগাররা    বক্তৃতায় দাঁড়ালেই তার চোখে পানি,কান্নায় কান্নায় বুক ভেসে যায়: কাদের    ছাদ থেকে পড়ে প্রাণ গেল ভবন মালিকের    গুগলের ২৫তম জন্মদিন আজ    বিকালে পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি    ইভটিজিং এর ঘটনায় মাইকিং করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আজ ‘টক অব দ্যা টাউন’ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে আজ শিরোপার লড়াইয়ে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। সাফে বয়সভিত্তিক দলের একাধিক শিরোপা জয়ের রেকর্ড থাকলেও সিনিয়র দলের ট্রফি এখনও অধরা। সেই অপেক্ষা হয়তো ফুরাতে যাচ্ছে আজ। নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল সোয়া পাঁচটায়।

বাংলাদেশের সাড়ে ১৬ কোটি মানুষের নজর এখন হিমালয়ের দেশ নেপালে। সবাই মুখিয়ে আছে ম্যাচ শেষে বিজয় উল্লাস করতে। শিরোপা প্রত্যাশা করছে গোটা দেশই। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সাবিনাদের শুভকামনা জানিয়ে কিছু পরামর্শ দিয়েছেন।

নিজের ফেসবুক পোস্টে নারী দলকে শুভকামনা জানিয়ে মাশরাফি লিখেছেন, ‘বাবাকে হারিয়ে, মার শেষ সম্বল আর বোনের অলংকার দিয়ে তোমরা বাংলাদেশকে অলংকৃত করছো। নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারার চেয়ে, এক জীবনে এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। অভিনন্দন তোমাদের যা কিছু করেছো তার জন্য। চাপ নয়, নির্ভার হয়ে খেলাকে উপভোগ করো আজ। শুভকামনা বাংলাদেশ।’

মাশরাফির পোস্টের আগেই ভাইরাল হয়েছে নারী দলের সানজিদা ইসলামের একটি পোস্ট। লম্বা পোস্টের একটি প্যারাতে আবেগঘন বার্তায় সানজিদা লিখেছেন, ‘যারা আমাদের এই স্বপ্নকে আলিঙ্গন করতে উৎসুক হয়ে আছেন, সেই সকল স্বপ্ন সারথিদের জন্য এটি আমরা জিততে চাই। নিরঙ্কুশ সমর্থনের প্রতিদান আমরা দিতে চাই। ছাদ খোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনী কে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই। আমাদের এই সাফল্য হয়তো আরও নতুন কিছু সাবিনা, কৃষ্ণা, মারিয়া পেতে সাহায্য করবে। অনুজদের বন্ধুর এই রাস্তাটুকু কিছু হলেও সহজ করে দিয়ে যেতে চাই।’

সানজিদার এই বার্তা সবার হৃদয়কে ছুঁয়ে গেছে। সর্বশ্রেণির ফুটবলপ্রেমী এখন অপেক্ষার প্রহর গুনছেন।


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।