ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   ‘যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ নয়, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায়’    গাজীপুরে পিকআপের ধাক্কায় পুলিশ সদস্য নিহত    বাজার নিয়ন্ত্রণে আরও ৬ কোটি ডিম আমদানির অনুমতি    হরতাল-অবরোধের জন্য প্রস্তুত থাকেন: গয়েশ্বর    আজ কৃতজ্ঞতা প্রকাশের দিন    ঢাকাসহ ১৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার আভাস    বরিশালে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৪৪২    ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ    রাজ কে তালাকনামা পাঠিয়েছেন পরী    কম খরচের বিয়ে টেকে বেশিদিন, গবেষণা যা বলে    সন্ধ্যা পর্যন্ত দেশের ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস    গোমস্তাপুরে ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন    হাতিয়ায় জোয়ারের স্রোতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ    কমছেনা ডিমের দাম, দিশেহারা সাধারণ মানুষ    নিখোঁজের দুইদিন পর সড়কের পাশ থেকে অজ্ঞান অবস্থায় আ.লীগ নেতা উদ্ধার

চার বছর ধরে চিড়িয়াখানার প্রাণী–গবেষক থেকে শুরু করে সবাই জানেন, সুলি নামের গরিলাটি পুরুষ।

অথচ সবাইকে বিস্মিত করে একটি সুস্থ বাচ্চার জন্ম দিয়েছে গরিলাটি।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাস জু অ্যান্ড অ্যাকুয়ারিয়ামে।

কলম্বাস জু অ্যান্ড অ্যাকুয়ারিয়াম গত শুক্রবার (২১ জুলাই) তাদের ফেসবুক পোস্টে বলেছে, সপ্তাহান্তে গরিলার বাচ্চাটি চিড়িয়াখানায় জন্মেছে।

২২ ও ২৩ জুলাই দর্শনার্থীরা গরিলার বাচ্চাটির দেখা পাবেন।

সুলির বাচ্চা জন্মদানের ঘটনায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ হতবাক হয়ে গেছে।

কারণ, জন্মের পর থেকেই সবার ধারণা ছিল, সুলি নামের গরিলাটি পুরুষ।

সুলি এই চিড়িয়াখানায় চার বছর ধরে আছে।

তবে সংরক্ষণ দল সুলির বাচ্চা জন্ম দেওয়ার ঘটনাকে বিপন্ন প্রজাতির জন্য যুগান্তকারী মুহূর্ত হিসেবে প্রশংসা করছে।

 

কলম্বাস জু অ্যান্ড অ্যাকুয়ারিয়ামের এক পশুচিকিৎসক বলেছেন, আট বছর বয়স না হওয়া পর্যন্ত গরিলাদের লিঙ্গ নির্ধারণ কঠিন।

এই সময় পর্যন্ত পুরুষ ও নারী গরিলা দেখতে প্রায় একই রকম।

এ ছাড়া এদের যৌনাঙ্গও বোঝা যায় না।

সুলি বাচ্চা জন্ম দেওয়ায় চিড়িয়াখানার কর্মীরা আনন্দিত।

চিড়িয়াখানার কর্মকর্তারা বলছেন, এই গরিলার আগমনে তাঁরা রোমাঞ্চিত।

১৯৫৬ সালের পর থেকে তাঁদের চিড়িয়াখানায় জন্ম নেওয়া এটা ৩৪তম গরিলা।

বিশ্বে এই চিড়িয়াখানাতেই ১৯৬৫ সালে প্রথমবারের মতো গরিলার জন্ম হয়।

আরও পড়ুন :

এনএএন টিভি


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।