রাজধানীর মেরাদীয়ায় অছিম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা।
এতে দগ্ধ হয়েছেন সবুজ মিয়া (৩০) নামে এক পরিবহন শ্রমিক। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর মেরাদীয়া বাঁশপট্টি এলাকায় এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। অগ্নিসংযোগ করা হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
দগ্ধ সবুজ মিয়া ও তার স্বজনরা গণমাধ্যমে জানান, পরিবার নিয়ে তিনি থাকেন মেরুল বাড্ডা এলাকায়। রমজান পরিবহনের বাসচালক তিনি।
সকালে বাসা থেকে বের হয়ে অছিম পরিবহনের বাসে করে তার গন্তব্যে যাচ্ছিলেন। পথে মেরাদীয়া বাঁশপট্টি এলাকায় এক দুর্বৃত্ত বাসে উঠেই এর গেটের পাশে আগুন ধরিয়ে দেয়।
তখন বাস থেকে নামতে গিয়ে সবুজের শরীরে আগুন ধরে যায়। এসময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফরাজী হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে স্বজনরা তাকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করান।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, সবুজের শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা গুরুতর। তাকে ভর্তি রাখা হয়েছে।
আরও পড়ুন :