রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসক ডাক্তার মুনা সাহা ও ডাক্তার শাহজাদীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন তাদের জামিন মঞ্জুর করেন।
গত ১৫ জুন রাজধানীর গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ নবজাতক ও তার মায়ের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসক ডা. মুনা সাহা ও ডা. শাহজাদীকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, গত ৯ জুন সেন্ট্রাল হাসপাতালের অধ্যাপক ডা. সংযুক্তা সাহার (গাইনি) অধীনে ভর্তি হয়েছিলেন মাহাবুবা রহমান আঁখি।
কিন্তু সে দিন ডা. সংযুক্তা হাসপাতালেই ছিলেন না। পরে তার দুই সহযোগী চিকিৎসক আঁখির ডেলিভারি করানোর চেষ্টা করেন।
কিন্তু জটিলতা দেখা দেওয়ায় নবজাতককে এনআইসিইউতে রাখা হয়। একইসঙ্গে আঁখির অবস্থার অবনতি হলে তাকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরে ১০ জুন বিকালে আঁখির নবজাতক সন্তান মারা যায়। এ ঘটনায় আঁখির স্বামী ইয়াকুব আলী ধানমন্ডি থানায় ‘অবহেলাজনিত মৃত্যু’র অভিযোগে একটি মামলা করেন। সেই মামলায় ওই দুই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়।
এদিকে জামিন হওয়ায় চিকিৎসকরা যে কর্মসূচি দিয়েছিলেন তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
আরও পড়ুন :