ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   ‘যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ নয়, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায়’    গাজীপুরে পিকআপের ধাক্কায় পুলিশ সদস্য নিহত    বাজার নিয়ন্ত্রণে আরও ৬ কোটি ডিম আমদানির অনুমতি    হরতাল-অবরোধের জন্য প্রস্তুত থাকেন: গয়েশ্বর    আজ কৃতজ্ঞতা প্রকাশের দিন    ঢাকাসহ ১৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার আভাস    বরিশালে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৪৪২    ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ    রাজ কে তালাকনামা পাঠিয়েছেন পরী    কম খরচের বিয়ে টেকে বেশিদিন, গবেষণা যা বলে    সন্ধ্যা পর্যন্ত দেশের ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস    গোমস্তাপুরে ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন    হাতিয়ায় জোয়ারের স্রোতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ    কমছেনা ডিমের দাম, দিশেহারা সাধারণ মানুষ    নিখোঁজের দুইদিন পর সড়কের পাশ থেকে অজ্ঞান অবস্থায় আ.লীগ নেতা উদ্ধার

নরসিংদীর রায়পুরায় কবরস্থানে জমি দখলচেষ্টা ও গাছ কর্তনের অভিযোগ উঠছে সেলিম মিয়া ও তার লোকজনের বিরুদ্ধে। শনিবার (১ অক্টোবর) সকাল সাড়ে দশটায় উপজেলার পান্থশালায় একটি পার্কে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অভিযুক্ত ব্যক্তির বড় ভাই সাদেক মিয়া।
ভুক্তভোগী সাদেক মিয়া বলেন, তার পিতা সোনা মিয়া ব্যাপারীর মৃত্যুর পর উপজেলার উত্তর বাখর নগর ইউনিয়নের রতনপুর গ্রামে পৈতৃক ৫ গন্ডা জমি দুই ভাইয়ের মধ্যে ভাগ হয়। পরে এ জমির বন্টনমানা দলিলও করা হয়েছে। তার ভাগের আড়াই গন্ডা জমির এক পাশে রয়েছে বাবা-মা ও স্বজনদের কবর। পরে পুরো জমিটায় পারিবারিক কবরস্থান করার সিদ্ধান্ত নেন তিনি। অপর দিকে সেলিম তার জমিতে বাড়ি নির্মাণ করেন। সম্প্রতি তার সেই জমি দখলচেষ্টা, গাছ কর্তন ও মারধরে হুমকি দিচ্ছেন সেলিম তার লোকজন।
তিনি আরো বলেন, বিভিন্ন অনলাইন মিডিয়ায় তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। তাতে সেলিম অসত্য তথ্য দিয়ে তার মানহানি করেছে। জমি দখলচেষ্টা, গাছ কর্তন ও হুমকির ঘটনায় রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরী করে তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তির শাস্তি দাবি জানান ভুক্তভোগী সাদেক মিয়া। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী সাদেক মিয়ার ছেলে ফয়সাল মিয়া, মেয়ে পিয়ারা বেগম।


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।