রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ১২ নম্বরে বিহারী ক্যাম্পে লুডু খেলা নিয়ে ঝগড়ায় বন্ধুর মারধরের শিকার হয়ে নুর আলম রাজু (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে, ২৩ জুলাই রাতে ‘নতুন আবাসন ক্যাম্পে’ এ মারধরের ঘটনা ঘটে।
নিহত রাজু বিহারী ক্যাম্পের মৃত আসলামের ছেলে। স্ত্রী সীমা পারভিন ও ২ ছেলেকে নিয়ে বিহারী ক্যাম্পেই থাকতেন তিনি। রাজু পেশায় নরসুন্দর ছিলেন।
হাসপাতালে সীমা পারভিন জানান,
‘রাজু মিরপুর ডিওএইচএস শপিং কমপ্লেক্সে একটি সেলুনে কাজ করেন। ২৪ জুলাই সকালে রাজুকে অসুস্থ বোধ করতে দেখেন তিনি।’
‘হঠাৎ বমি ও চোখে কম দেখার কথা জানায় রাজু।’
‘তখন সীমা জানতে পারেন, ২৩ জুলাই রাতে লুডু খেলাকে কেন্দ্র করে রাজুর বন্ধু সামসাদ (গুল্লার) তাকে গালাগালি করলে দুজনের মধ্যে ঝগড়া হয়।’
‘এক পর্যায়ে সামসাদ, সেনশাহ, সাদসহ আরও কয়েকজন রাজুকে মারধর করে।’
ঘটনাটি জানার পর অসুস্থ অবস্থায় ২৪ জুলাই রাজুকে ঢামেকের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে রাজু মারা যায়।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন,
‘এ রকম একটি ঘটনার কথা শুনেছি। বিস্তারিত তদন্তের জন্য হাসপাতালে টিম পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: