ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   শেখ হাসিনা ৭৭ তম জন্মদিন উপলক্ষে নরসিংদীতে আ.লীগের উদ্যোগে দোয়া মাহফিল    ‘এখন আর নীরব থাকার সুযোগ নাই’ : মির্জা ফখরুল    দুপুরে আমিন বাজারে বিএনপির সমাবেশ    দোকানে চুরি করতে ঢুকে ৯৯৯-এ কল দিয়ে গ্রেফতারের আবেদন চোরের!    চোর সন্দেহে চার নারী গ্রেফতার হয়েছে সাভারে    প্রাইভেটকারকে মামলা দেওয়ায় নারী সার্জেন্টকে মারধর    যে কারণে স্বামীকে ভাই ডাকা যাবে না    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ    মামলা দেওয়ায় নারী সার্জেন্টকে মা-মেয়ের মারধর    শ্যালো মেশিনের পাখার সাথে হিজাব পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু    ভিসানীতি নিয়ে বিব্রত কিংবা আতংকিত হওয়ার কিছু নেই: রাষ্ট্রমন্ত্রী    বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল টাইগাররা    বক্তৃতায় দাঁড়ালেই তার চোখে পানি,কান্নায় কান্নায় বুক ভেসে যায়: কাদের    ছাদ থেকে পড়ে প্রাণ গেল ভবন মালিকের    গুগলের ২৫তম জন্মদিন আজ

সাতক্ষীরার তালায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে ছোটবন্ধুদের মাঝে নতুন পোশাক উপহার প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে তালা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে উপস্থিত ছোটবন্ধুদের মাঝে এ উপহার প্রদান করা হয়। তালা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৩৫ জন ছোটবন্ধুর মাঝে এ উপহার তুলে দেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক প্রনব ঘোষ বাবলু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, আমরা বন্ধু ফাউন্ডেশনের সভাপতি এস এমস নাহিদ হাসান প্রমুখ।
পূজার নতুন পোশাক পেয়ে তালার কাঠবুনিয়া গ্রামের ৮ বছরের ছোটবন্ধু সংগ্রাম রায় অনুভূতি ব্যক্ত করে বলে, “পূজার নতুন পোশাক পেয়ে আমি খুব খুশি হয়েছে। পূজার নতুন পোশাক কিনে দিতে বাবার কষ্ট হয়ে যেতো। বড় বন্ধুরা আমাকে যে পোশাক দিয়েছে তা পরে পূজার দিনগুলো বন্ধুদের সাথে আনন্দ করবো।”
তালা সদরের প্রান্তি দাস বলে, “আমার জামা খুবই পছন্দ হয়েছে। খুব মানাবে আমায়। বড় বন্ধুরা পূজার জামা দেওয়ায় আমি খুবই খুশি হয়েছি।”
এ ব্যাপারে আমরা বন্ধু’র সভাপতি এ এম নাহিদ হাসান বলেন, “আমাদের সমাজে এই রকম অনেক ছোট বন্ধু আছে যারা পূজায় নতুন পোশাক কিনতে পারে না। এই সুবিধাবঞ্চিত শিশুদের সাথে পূজার আনন্দ ভাগাভাগি করাই আমাদের প্রধান লক্ষ্য। তাইতো আমাদের জমানো টাকা ও শুভাকাঙ্খিদের সহযোগিতা দিয়ে পোশাক কিনে তাদের হাতে তুলে দিয়েছি।”
অতিথি প্রভাষক প্রনব ঘোষ বাবলু বলেন, আমরা বন্ধু সংগঠনের ভিন্ন ধর্মী নানা উদ্যোগ শুধু ছোটদের নয় আমাদেরও উৎসাহিত করে। পূজা উপলক্ষ্যে এমন আয়োজন অতিথিতে কেউ করেছে বলে আমার মনে হয় না। আমরা বন্ধুর সকল উদ্যোগের সাথে আছি।
তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসাবে যা মনে করেন বিশ^াস করেন আমরা বন্ধুর আজকের কার্যক্রমই তার প্রতিফলন। আমরা বন্ধু সব সময় এমন ভালো কাজ করে যাবে সেই আশা ব্যক্ত করি


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।