নকলা উপজেলার পাঠাকাটা বাজারে ১একর ৪২ শতক জমি মালিকানা দাবী করে সাইনবোড ঝুলিয়ে দিয়েছেন সাধারণ জনতা । খোঁজ নিয়ে জানাযায়, এই সম্পতি সরকার খাসভুক্ত দাবী করে বিগত ৯ বছর আগে দখল কারীদের সরে যেতে বলেন কিন্তু দখলকারীরা নিজেদের নামে ফুলি বেগম গং জমির পরিমাণ ১একর ৪২ শতক লিখে একটি সাইনবোড ঝুলিয়ে দিয়েছেন । এদিকে সহকারী কমিশনার ভূমি নকলা ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা বার বার তাদের কে উচ্ছেদ করার নোটিশ দিলেও তারা জমি দখল ছাড়ছেন না । দখল কারীরা কিছু অংশে ৫টি বাড়ি করে ঘর তোলে সেখানে বসবাস করছেন । দখলকারীদের দাবী এ সম্পত্তি তাদের পৈতিক সূত্রে প্রাপ্ত অপর দিকে সরকারের দাবী এ জমি খাস বলে সরকার ঘোষণা করেছেন এবং কিছু অংশে সরকারি স্থাপনা নির্মাণ করা হয়েছে ।
ঢাকা, বাংলাদেশ |
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ
শিরোনামঃ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।