ঢাকা, বাংলাদেশ | শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   ভূমিকম্পে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত অনেকে    ইদানীং জায়েদ খানের পাগলামি বেড়ে গেছে : হিরো আলম    বিএনপি নামক ‘কারাগারে’ বন্দী তাদের নেতারা : তথ্যমন্ত্রী    খাগড়াছড়িতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন ৭ জন প্রার্থী    মনোনয়নপত্র দাখিল করলেন এমরান হোসেন মিয়া    দলের পদধারী স্বতন্ত্র প্রার্থীদের অবশ্যই দলীয় শৃঙ্খলা মাথায় রাখতে হবে : তথ্যমন্ত্রী    ৭ম বারের মতো আ.লীগ দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পেলেন রাজিউদ্দিন আহমেদ রাজু,    খাগড়াছড়িতে আওয়ামীলীগের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল    রাজশাহী আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ    অটোরিকশা থেকে নামিয়ে ২ যুবককে হাতুড়িপেটা    স্ত্রী বাবার বাড়ি থেকে না ফেরায় স্বামীর আত্মহত্যা    বিএনপির নেতা মিন্টুর বাড়িতে হামলা, গাড়িতে আগুন    দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ    বিএনপি দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে : তথ্যমন্ত্রী    দুপুরে আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার বলেছেন,

বাংলাদেশের সবুজ, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংকের সহায়তা অব্যাহত থাকবে। বুধবার বিশ্বব্যাংকের ঢাকা অফিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মার্টিন রেইজার ১৯ সেপ্টেম্বর তিন দিনের সফরে তিনি ঢাকায় আসেন। গত ১ জুলাই দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নেন তিনি।

মার্টিন রেইজার বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় উন্নয়নের সফল গল্প এবং বিশ্বব্যাংক গত ৫০ বছর ধরে বাংলাদেশের উন্নয়নের সহযোগী হতে পেরে গর্বিত। বিশ্বব্যাংক বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধির আকাঙ্ক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু এ আকাঙ্ক্ষা অর্জনে সরকারি প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, প্রতিযোগিতা সক্ষমতার উন্নয়ন, পরিবেশের ঝুঁকি মোকাবিলা এবং বৈদেশিক ও আর্থিক সক্ষমতা বাড়াতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসরকারি খাতের প্রতিনিধি, সুশীল সমাজ ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করেন। রেইজার সরকারের প্রতিনিধি ও অন্যদের সঙ্গে কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করেছেন।


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।