এবার মেসিকে প্রশংসায় ভাসালেন সাম্পাওলি।
রাশিয়া বিশ্বকাপে কোচ জর্জ সাম্পাওলি আর অধিনায়ক লিওনেল মেসির দ্বন্দ্বের কারণেই দল ভালোভাবে খেলতে পারেনি আর্জেন্টিনা- ফুটবল পাড়ায় এমনই গুঞ্জন রয়েছে।
সেই দলের কোচ সাম্পাওলি কিন্তু এবারের কাতার বিশ্বকাপ নিয়ে বেশ আশাবাদী। অধিনায়ক মেসিকে নিয়েও স্বপ্ন দেখছেন তিনি। ‘মেসিকে নিয়ে কিছু বলতে গেলে প্রথমেই বলতে হয়, সে সবার চেয়ে ভিন্ন। সবার চেয়ে অন্যরকম। সবার কাজ করার ধরন একরকম হয় না, নেতা মেসি নিঃশব্দে কাজ করতে পছন্দ করেন। তিনি জানেন দল কখন জিতবে কিংবা কখন জিততে পারবে না।’