ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
এই ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত ১৯ জন।
এছাড়াও ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার ২৪ জুলাই আল জাজিরা এবং রয়টার্স সূত্রে এই তথ্য জানা যায়।
এতে বলা হয়, ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে ওই ফেরিটি ডুবে যায়। এতে মোট ৪০ জন যাত্রী ছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায়
কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন বলে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে।
এছাড়া নিখোঁজ যাত্রীদের সন্ধানে সেখানে অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ।
রয়টার্স বলছে, ডুবে যাওয়া ফেরিটিতে ৪০ জন যাত্রী ছিল এবং এর মধ্যে ১৯ জন এখনও নিখোঁজ রয়েছেন।
এছাড়া দুর্ঘটনার পর ছয়জন বেঁচে গেছেন বলেও এক বিবৃতিতে জানিয়েছে জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা।
সোমবার প্রায় মধ্যরাতে ফেরিটি ডুবে যায় এবং এর কারণ এখনও স্পষ্ট নয়।
দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির কেন্ডারি শহরের স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মাদ আরাফাহ এক বিবৃতিতে বলেন, দু’দলে ভাগ হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।
প্রথম দলটি দুর্ঘটনাস্থলের চারপাশে ডুব দিয়ে উদ্ধার করার কাজ করছেন।
আর দ্বিতীয় দলটি রাবারবোট এবং লংবোট ব্যবহার করে দুর্ঘটনাস্থলের চারপাশে পানির উপরিভাগে নজর রাখছেন।
অনুসন্ধান ও উদ্ধার সংস্থার স্থানীয় শাখা থেকে মুহাম্মাদ আরাফাহ বলেন, ফেরিডুবির ঘটনায় নিহতদের সবাইকে শনাক্ত করা হয়েছে এবং
তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এছাড়া বেঁচে যাওয়া ব্যক্তিদের এখন স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন :
- চলচ্চিত্রের প্রভাব এ আহত এক শিক্ষার্থী
- বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩-এ মনোনীত হলো খাদ্য মন্ত্রণালয়
- অতিরিক্ত মেদ কমাতে ক্ষুধা নিয়ন্ত্রণের ৫ উপায়
- সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ; শিশুর প্রাণহানি