রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসায় অবহেলার কারণে নবজাতকের মৃত্যু ও
মায়ের জীবন মৃত্যুঝুঁকিতে ফেলার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দুই চিকিৎসক জামিন পেয়েছেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ মঙ্গলবার এ আদেশ দেন।
জামিন পাওয়া দুই চিকিৎসক হলেন হলেন মুনা সাহা ও শাহজাদী মোস্তাকি।
গত ১৪ জুন সেন্ট্রাল হাসপাতাল থেকে এই দুই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়।
এর আগে নবজাতকের বাবা ইয়াকুব আলী চিকিৎসায় অবহেলায় নবজাতকের মৃত্যু ও
স্ত্রীর জীবন মৃত্যুঝুঁকিতে পড়েছে,
এমন অভিযোগ এনে সেন্ট্রাল হাসপাতালের মোট ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলায় কয়েকজন ‘অজ্ঞাতনামা’ আসামির কথাও উল্লেখ করা হয়।
ধানমন্ডি থানা সূত্র জানায়,
কুমিল্লার তিতাস উপজেলার অন্তঃসত্ত্বা মাহবুবা রহমানকে গত ৯ জুন রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়।
স্বাভাবিক প্রসবের ইচ্ছা ছিল তাঁর।
মাহবুবাকে যে চিকিৎসকের অধীনে ভর্তি করা হয়,
সেই চিকিৎসক তখন দেশে ছিলেন না।
তাঁর অনুপস্থিতির কথা রোগী বা রোগীর স্বজনদের জানানো হয়নি।
অন্য একজন চিকিৎসক স্বাভাবিক প্রসব করাতে ব্যর্থ হয়ে অস্ত্রোপচার করেন।
১১ জুন নবজাতকের মৃত্যু হয়।
অন্যদিকে মাহবুবার শারীরিক অবস্থাও খারাপের দিকে যায়।
তাঁর আইসিইউ দরকার ছিল।
কিন্তু সেন্ট্রাল হাসপাতালে তা ছিল না।
তাঁকে পাশের ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।
সেখানে ১৮ জুন তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন :
- নাবিলা নূর ও সাবিলা নূর
- বাঙলা কলেজের সামনে পদযাত্রায় ইটপাটকেল নিক্ষেপ
- শিক্ষকদের অবরোধ জাতীয়করণের দাবিতে
- বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ; আহত ১৫
- নাসির-তামিমার মামলায় এবার সাক্ষী ইউপি চেয়ারম্যান
- যমুনার পানি ছুঁয়ে ফেলেছে তাজমহলের দেয়াল
- কলেজ শিক্ষার্থী রাকিবকে চাকু দিয়ে জখম করে হত্যা; গ্রেফতার ৩
- নিষেধাজ্ঞা অমান্য করায় ৭০ কেজি মাছ জব্দ