সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রী হত্যার দায়ে মনিরুল ইসলাম নামে বরখাস্ত হওয়া এক পুলিশ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর আদালতের বিচারক এরফান উল্লাহ এই রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম জেলার উল্লাপাড়া উপজেলার চর কালীগঞ্জ গ্রামের সাহেব আলী প্রামাণিকের ছেলে।
মামলার অভিযোগপত্রে জানা যায়, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মনিরুল ইসলাম ২০১৮ সালে পুলিশ বাহিনীতে যোগদানের পর তার পার্শ্ববর্তী গ্রামের সুরভী খাতুনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়।
বিয়ের পর মনিরুল ইসলাম তার স্ত্রী সুরভী খাতুনের সঙ্গে খারাপ আচরণ ও মারপিট করতেন। এর মধ্যে তিনি অন্য এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন।
এর একপর্যায়ে ২০২০ সালের ২৭ আগস্ট সুরভী খাতুন তার বাবার বাড়িতে বেড়াতে আসেন।
রাতে মনিরুল তার স্ত্রীকে মুঠোফোনে কল করে বাড়ির বাইরে আসতে বলেন। পরে মনিরুল তার স্ত্রীকে নিয়ে চলে যান।
পরের দিন ২৮ আগস্ট দুপুরে একটি ডোবার পানিতে সুরভী খাতুনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তার পরিবারকে জানায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত সুরভীর বাবা শফিকুল ইসলাম বাদি হয়ে মনিরুল ইসলাম, তার ভাই মোন্নাফ হোসেন,
মা মোনেকা বেগমসহ ৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে পুলিশ মনিরুল ইসলামকে অভিযুক্ত করে ২০২১ সালের ১৩ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মামলা চলাকালে ২৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার পুলিশ কনস্টেবল মুনিরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন বিচারক।
আরও পড়ুন :
- তানজিন তিশার অপেশাদার আচরণের প্রতিবাদে রাজপথে সাংবাদিকরা
- বাসে আগুন দিয়ে ভাগাভাগি করে নেন টাকা, নেতাদের পাঠান ভিডিও
- ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, দেশজুড়ে কমতে পারে তাপমাত্রা
- গাজার সর্ববৃহৎ হাসপাতালকে ডেথ ‘জোন’ আখ্যা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- চকরিয়ায় যাত্রীবাহি বাসে তল্লাশি ৫ কেজি গাঁজা উদ্ধার, মহিলা গ্রেফতার
- খালেদা জিয়ার ১১ মামলার শুনানি আগামী বছর ১৪ জানুয়ারি
- আওয়ামীলীগ জনগণের কল্যাণে কাজ করে আর বিএনপি ধ্বংস করে : প্রধানমন্ত্রী