হজ এর আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেছেন ৭৫ হাজার ৫২৪ জন হাজি। তিন এয়ারলাইন্সের ১৯৭ টি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।
এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১১১ জন মারা গেছেন।
বুধবার (১৯ জুলাই) মধ্যরাতে (১টা ৫৯ মিনিটে) হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ,
বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়, হজ শেষে তিন এয়ারলাইন্সের মোট ১৯৭ টি ফ্লাইটে করে দেশে ফিরেছেন ৭৫ হাজার ৫২৪ জন হাজি।
১৯৭ টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৮৮ টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৭৬ টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ৩৩ টি।
বুলেটিনে আরও বলা হয়, হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১১১ জন সৌদি আরবে মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৮৬, মহিলা ২৫ জন রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ৯১, মদিনায় ৭, জেদ্দায় ১, মিনায় ৯, আরাফায় ২, মুজদালিফায় ১ জন মারা গেছেন।
সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে মারা গেলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। নিজ দেশে নিতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।
কোন হজযাত্রী মক্কায় মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়। আর মদিনায় মারা গেলে মসজিদে নববীতে জানাজা হয়। জেদ্দায় মারা গেলে জেদ্দায় জানাজা হয়। জানাজা শেষে মক্কার শারায়া কবরস্থানে, মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে অথবা জেদ্দায় কবরস্থানে দাফন করা হয়।
আরও পড়ুন :
- আগামীকাল থেকে সিরাজগঞ্জ-ঢাকা বাস চলাচল বন্ধ
- বৃহস্পতিবার ভোর থেকে ঢাকার সাথে সিরাজগঞ্জের বাস চলাচল বন্ধ
- আন্দোলরত শিক্ষকদের সাথে বৈঠকে বসার সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর
- মির্জা আব্বাস:‘ছেড়ে দেওয়ার দিন শেষ, এখন খালেদা জিয়ার বাংলাদেশ’
- বৌভাতে কনেযাত্রী বেশি যাওয়ায় বেধড়ক মারধর,
- পাকিস্তানে বিষাক্ত মিল্কশেক খেয়ে প্রাণ গেল ২ শিশুর
- বাঙলা কলেজের সামনে পদযাত্রায় ইটপাটকেল নিক্ষেপ
- বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ;
- ঢাকা-১৭ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আরাফাত
- চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক এ.কে.এম গালিভ খাঁনকে সম্মাননা স্মারক প্রদান
- নরসিংদী তে প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ