খাগড়াছড়ি আনন্দ নগর গীতার শিক্ষালয়ের মেধাবী ছাত্রী ও খাগড়াছড়ি জেলা শহরের ইংলিশ ভয়েস স্কুল এর প্রথম শ্রেনীর ছাত্রী আদ্রিকা সেন (০৭) পিতাঃরবি সেন (তাপস) মাতাঃমুক্তি দাশ।
দীর্ঘদিন যাবত তাদের মেয়ে হার্টের ছিদ্র জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বিছানায় কাতরাচ্ছে, বর্তমানে আদ্রিকা সেন চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার বিধান রায়,
শেভরন এর হার্ট বিশেষজ্ঞ ডাক্তার মোঃ আনোয়ার হক চৌধুরী এবং জেলা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার মোঃ ওমর ফারুক এর পরামর্শ অনুযায়ী চিকিৎসাধীন অবস্থায় আছেন ।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী শিশু আদ্রিকাকে বাঁচাতে হলে যতো দ্রুত সম্ভব ভারতে নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।
যা অনেক ব্যয়বহুল একটি খরচ যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না।
অসুস্থ আদ্রিকার অসহায় মা জানান আমার সহায় সম্বল যা কিছু ছিল সব এ শিশুর চিকিৎসার জন্য শেষ হয়েছে।
এখন আমাদের শুধু চোখের জল আর চিন্তা আর টেনশন ছাড়া আর কোন কিছুই নাই এমন অবস্থায় শিশু আদ্রিকার চিকিৎসার জন্য কোন অবস্থাতেই ভারতে নেয়া সম্ভব হচ্ছে না।
তার উন্নত চিকিৎসার জন্য ৪-৫ লক্ষ টাকা প্রয়োজন এমন অবস্থায় আদ্রিকাকে বাঁচাতে হতদরিদ্র পিতা-মাতা জাতি, ধর্ম, বর্ন, নির্বিশেষে স্হানীয় প্রশাসন,
সমাজের বিত্তবানশালীদের প্রিয় দেশবাসীর কাছে দুহাত তুলে সাহায্য কামনা করছেন তিনি।
সমাজে এমন ও দানবীর,দয়াবান,আছেন যারা প্রতিনিয়তই কোননা কোনভাবে অসংখ্য টাকা খরচ করেন,দান করেন,তেমনি করে এ নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে ভিক্ষা চেয়েছেন তার পিতামাতা।
সমাজের দয়াবান মানুষ যদি এগিয়ে আসেন তাহলে হয়তো এই শিশুটির জীবনের বাঁচার স্বপ্ন পুরন করবে।
যোগাযোগে ও সাহায্য :
০১৮৭০৫৯২৩১৯ (বিকাশ)
০১৮৭০৫৯২৩১৯ (নগদ)
আরও পড়ুন :
- ঢাকা ও আশপাশের এলাকার গার্মেন্টসের নিরাপত্তায় বিজিবি মোতায়েন
- মিরপুরে পুলিশ ও গার্মেন্টস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ
- বাংলাদেশ কারও কাছে করুণা ভিক্ষা করে না: প্রধানমন্ত্রী
- মাতুয়াইলে ককটেল বিস্ফোরণ: ৩ পুলিশ আহত, আটক ৩২
- ‘যারা পেছন থেকে কলকাঠি নাড়ায়, তারা বেইমানদের ব্যবহার করে, কিন্তু রাখে না’
- স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান: ড. ইউনূস
- পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে
- তালায় দুইদিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
2 Replies to “হার্টের ছিদ্র জনিত রোগ থেকে বাঁচতে চান খাগড়াছড়ি আদ্রিকা সেন।”
Comments are closed.