হাসপাতালে নেয়ার সময় হার্ট অ্যাটাকে মারা গেলেন বিশিষ্ট পরিচালক গৌতম হালদার। মৃত্যুকালে এ পরিচালকের বয়স হয়েছিল ৬৭ বছর।
আজ শুক্রবার (৩ নভেম্বর) সকালে মৃত্যু হয়েছে তার। ভারতীয় একটি সংবাদমাধ্যম পরিচালকের পরিবারের বরাত জানিয়েছে,
এদিন সকালে গৌতম অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু হাসপাতালে নেয়ার সময় মাঝপথেই মৃত্যু হয় তার।
ক্যারিয়ারের শুরুতে সিনেমা পরিচালনার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় গৌতমের। তার পরিচালিত প্রথম সিনেমা ‘ভালো থেকো’,
যেটি মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। এতে অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান, সৌমিত্র চ্যাটার্জি, পরমব্রত চ্যাটার্জি, দেবশঙ্কর হালদার প্রমুখ।
এই ‘ভালো থেকো’ সিনেমা ছিল অভিনেত্রী বিদ্যা বালানোর ক্যারিয়ারের প্রথম সিনেমা।
যা সেরা অডিওগ্রাফি, সেরা সিনেমাটাগ্রাফির জাতীয় পুরস্কারসহ বিশেষ জুরি পুরস্কারও লাভ করেছিল পরবর্তীতে।
গৌতম পরিচালিত ‘নির্বাণ’ মুক্তি পায় ২০১৯ সালে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন রাখি গুলজার।
আমজাদ আলি খানের খুবই কাছের মানুষ ছিলেন এই গৌতম। ১৯৯৯ সালে সরোদশিল্পীকে নিয়ে ‘স্ট্রিংস ফর ফ্রিডম’ তথ্যচিত্রটি নির্মাণ করেন তিনি।
পরিচালক গৌতম সিনেমার বাইরে নাট্যজগতের সঙ্গেও জড়িত ছিলেন। দীর্ঘদিনের ক্যারিয়ারে প্রায় ৮০টি নাটকোর নির্দেশক ছিলেন।
সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ নাটকটির নির্দেশনার দায়িত্ব পালন করেছিলেন। এতে নন্দিনী চরিত্রে অভিনয় করেন চৈতি ঘোষাল।
আরও পড়ুন :
3 Replies to “হাসপাতালে নেয়ার সময় মাঝপথেই মৃত্যু পরিচালকের”
Comments are closed.