ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট এই কমিশন গঠনের জন্য ফাইল উপস্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) এই কমিশন অনুমোদন হবে বলে জানিয়েছেন ইসি সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনে উপনির্বাচন হয় গত ১৭ জুলাই।
নির্বাচনের শেষ সময়ে এসে বনানীতে একটি কেন্দ্রে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে।
এতে আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর আহত হন। এরপর থেকে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
জাতিসংঘসহ বিশ্বের অনেক দেশের পক্ষ থেকে নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে।ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করা হয়েছে বিবৃতি।
উল্লেখ্য, এই হামলার ঘটনায় এখন পর্যন্ত একাধিক ব্যক্তিকে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
হিরো আলমের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এর আগে ডিএমপি কমিশনারকে চিঠি দেওয়া হয়েছিল প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে।
এবার মারধরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে যাচ্ছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: