২০০৯ সালে বিশ্বব্যাপী মুক্তি পায় জেমস ক্যামেরন পরিচালিত ‘অ্যাভাটার’। ১৩ বছর আগে মুক্তি পাওয়া এই সিনেমা এ পর্যন্ত বিশ্বজুড়ে ২৮০ কোটি ডলারের বেশি আয় করেছে, যা সর্বকালের সর্বোচ্চ। পেয়েছে তিনটি অস্কার পুরস্কার। এর পর থেকেই অগণিত দর্শকের অপেক্ষা ছবির পরবর্তী কিস্তির।
আগামী ১৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে অ্যাভাটারের পরবর্তী কিস্তি ‘অ্যাভাটার :দ্য ওয়ে অব ওয়াটার’।
তবে তার আগেই পর্দায় ফিরছে পুরোনো ‘অ্যাভাটার’। আজ আবারও মুক্তি পাচ্ছে রেকর্ড গড়া ছবিটি। এবার দর্শক ছবিটি দেখবেন ফোরকে হাই ডায়নামিক রেঞ্জ ফরম্যাটে।
বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে ছবিটি দেখতে পারবেন দর্শকরা। তবে মাত্র দুই সপ্তাহ ছবিটি প্রদর্শনের পরিকল্পনা করেছেন নির্মাতারা।
কারণ, ১৩ বছর আগে ছবিটি যাঁরা দেখেছেন তাঁরা যেমন নস্টালজিক হতে পারেন, অন্যদিকে যাঁরা দেখেননি তাঁরাও যাতে দেখতে পারেন। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন স্যাম ওর্থিংটন ও জো সালডানা।