ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   দুপুরে আমিন বাজারে বিএনপির সমাবেশ    দোকানে চুরি করতে ঢুকে ৯৯৯-এ কল দিয়ে গ্রেফতারের আবেদন চোরের!    চোর সন্দেহে চার নারী গ্রেফতার হয়েছে সাভারে    প্রাইভেটকারকে মামলা দেওয়ায় নারী সার্জেন্টকে মারধর    যে কারণে স্বামীকে ভাই ডাকা যাবে না    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ    মামলা দেওয়ায় নারী সার্জেন্টকে মা-মেয়ের মারধর    শ্যালো মেশিনের পাখার সাথে হিজাব পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু    ভিসানীতি নিয়ে বিব্রত কিংবা আতংকিত হওয়ার কিছু নেই: রাষ্ট্রমন্ত্রী    বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল টাইগাররা    বক্তৃতায় দাঁড়ালেই তার চোখে পানি,কান্নায় কান্নায় বুক ভেসে যায়: কাদের    ছাদ থেকে পড়ে প্রাণ গেল ভবন মালিকের    গুগলের ২৫তম জন্মদিন আজ    বিকালে পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি    ইভটিজিং এর ঘটনায় মাইকিং করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

তৃতীয় সপ্তাহ শেষেও প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ঈদের ছবি ‘প্রিয়তমা’।

মুক্তির ২০তম দিনে এসেও হাউজফুল যাচ্ছে ছবিটি।

মঙ্গলবার বিকেলে পরিচালক হিমেল আশরাফ জানান, ‘দেশের ৮৪ হলে নব্বই শতাংশই প্রিয়তমা হাউজফুল যাচ্ছে।’

জানা গেছে, শুধু সিঙ্গেল স্ক্রিন নয়, দেশের সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সগুলোতে ‘প্রিয়তমা’র অগ্রিম টিকেট বিক্রি অব্যাহত রয়েছে।

২০তম দিনে এসেও সিনেপ্লেক্সের প্রিয়তমা’র দৈনিক ১৭টি শো এবং

ব্লকবাস্টার ও লায়নে সর্বাধিক ৭ ও ৬টি করে শো প্রদর্শিত হচ্ছে।

জানা যায়, প্রতিটি শো-ই হাউজফুল।

আধুনিক সিনে থিয়েটার সংশ্লিষ্টরা বলছেন, মুক্তির তিন সপ্তাহে এসেও বাংলা সিনেমা নিয়ে এমন ক্রেজ খুব কমই দেখা গেছে।

অন্যদিকে, সিঙ্গেল স্ক্রিনের মালিক এবং বুকিং এজেন্টরা বলছেন, গত ২০ বছরেও কোনো সিনেমা থেকে তারা এত রেসপন্স পাননি,

যা প্রিয়তমা দিয়ে পেলেন!
ইতোমধ্যে ব্লকবাস্টার তকমা পেয়েছে শাকিবের ‘প্রিয়তমা’।

ব্যবসায়িক হিসেবেও দুই সপ্তাহে প্রায় ১৮ কোটি ৫৫ লাখ টাকার টিকেট (গ্রস সেল) বিক্রি হয়েছে।

আমেরিকা ও কানাডা থেকে বাংলা ছবির হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আয় করেছে ছবিটি।

পরিচালক হিমেল আশরাফ জানান, শিগগির ‘প্রিয়তমা’ মুক্তি পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত,

সুইডেন, ডেনমার্ক, পর্তুগাল, ইতালি, ফিনল্যান্ড, লন্ডন (যুক্তরাজ্য), আয়ারল্যান্ড ও ফ্রান্সে।

এদিকে, প্রিয়তমার সাফল্যে ভাসছেন শাকিব খান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনে আছে।

প্রিয়তমাকে সাদরে গ্রহণ করার জন্য তিনি দর্শকদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের ইনস্টাগ্রাম ও পেইজে এক পোস্ট দিয়েছেন।

তিনি লিখেছেন, আমার সকল শুভাকাঙ্ক্ষীরা আমার জীবনের একটি অংশ।

আমাকে নিয়ে তাদের ভালোবাসা ও চিন্তাভাবনা প্রশংসনীয়। অনেক ধন্যবাদ, সবসময় তারা আমার পাশে থেকেছেন, সবার জন্য ভালোবাসা।

উল্লেখ্য, গত ২৯ জুন ঈদের দিন ‘প্রিয়তমা’ ১০৯ সিনেমা হলে মুক্তি পেয়েছিল। ঈদের আমেজ ভুলে গেলেও দর্শক ‘প্রিয়তমা’র কথা ভুলেনি।

মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে দাপটের সঙ্গে ৮৪ সিনেমা হলে চলছে।

রোমান্টিক অ্যাকশন ধাঁচের ‘প্রিয়তমা’র কাহিনি প্রয়াত ফারুক হোসেনের।

ছবির চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

শাকিব খান ছাড়াও অভিনয় করেন কলকাতার ইধিকা পাল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, সহীদ উন নবী ও এলিনা শাম্মীসহ অনেকে।

এনএএন টিভি


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।