সারা দেশের বিভিন্ন স্থানে গত ৩৩ ঘণ্টায় ১৮টি যানবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার (১৯ নভেম্বর) থেকে সোমবার (২০ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত এ ১৮টি যানবাহনে আগুন দেওয়ার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
সোমবার (২০ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমে এসব তথ্য জানান।
এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ৩৩ সকাল ৯টা পর্যন্ত ১৬টি আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ১৮টি যানবাহনে আগুনের ঘটনা ঘটে।
এর মধ্যে ঢাকা সিটিতে তিনটি, ঢাকা বিভাগ একটি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ) সাতটি,
চট্টগ্রাম বিভাগে (ফেনী, মিরসরাই, সাতকানিয়া) চারটি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) একটি ঘটনা ঘটে।
এসব ঘটনায় ৯টি বাস, একটি কাভার্ড ভ্যান, ৬টি ট্রাক, একটি সিএনজি, একটি ট্রেন (৩ বগি) পুড়ে যায়।
এসব আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২৯ ইউনিট ও ১৪৪ জন কাজ করেছে বলে উল্লেখ করেন তালহা বিন জসিম।
আরও পড়ুন :
- আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মাহফুজুল হক টিপু নৌকা প্রতীক এর ফরম সংগ্রহ করেছেন
- চকরিয়ায় যাত্রীবাহি বাসে তল্লাশি ৫ কেজি গাঁজা উদ্ধার, মহিলা গ্রেফতার
- রাষ্ট্রদূতরা নির্বাচনের আগে বেশি কথা বলেন, তাদের উসকানিতে জ্বালাও-পোড়াও: জয়
- শিল্পকলা একাডেমি ও ফটো জার্নালিস্টস এসোঃ’র আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠিত
- রাজধানীতে গণপরিবহন কম, সড়ক প্রায় ফাঁকা
- সাতক্ষীরায় মা হলেন পাগলী, বাবা হলো না কেউ
One Reply to “৩৩ ঘণ্টায় ১৮ যানবাহনে আগুন”
Comments are closed.