পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকার পাঁচটি নিষিদ্ধ বেহেন্তী জাল জব্দ করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে গলাচিপা ও দশমিনা উপজেলার সীমান্তবর্তী বুড়া গৌরাঙ্গ নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন দশমিনা উপজেলার মেরিন ফিশারিজ অফিসার মো. নাজমুল হাসান ও গলাচিপা উপজেলার মেরিন ফিশারিজ অফিসার আব্দুল কুদ্দুস। পরে জব্দকৃত জাল উলানিয়া বন্দর ব্রিজ সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গলাচিপা ও দশমিনা উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী অফিসার এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল।
তিনি বলেন, মৎস্য অধিদপ্তরের হিসেব মতে পুড়িয়ে ফেলা অবৈধ জালের বাজার মূল্য আনুমানিক ৭ লাখ টাকা। এ ধরনের জাল দিয়ে নদীতে মাছ শিকার করা অসাধু জেলেদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।