দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য তৃতীয় দিনের মতো আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।
সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাচ্ছে।
সকাল থেকেই মনোনয়ন ফরম কিনতে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মনোনয়ন প্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা যায়।
এ ছাড়া বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আশপাশের গলিতেও দলীয় নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে।
এ সময় তাদের নৌকা প্রতীক ও বিভিন্ন নেতার নামে স্লোগান দিতে দেখা গেছে।
তৃতীয় দিনের মতো আজও উৎসবমুখর পরিবেশের দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। গতকাল (রোববার) পর্যন্ত দুই দিনে ২২৮৬টি ফরম বিক্রি হয়েছে।
জানা গেছে, দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আ. লীগের মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে ১২১২টি আর প্রথম দিনে ১০৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
এর আগে শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলটির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়।
প্রথমে ফরম সংগ্রহ করেন আ. লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গোপালগঞ্জের আ. লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন।
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার নির্বাচনী এলাকার নেতাকর্মীরা।
আরও পড়ুন :
One Reply to “আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু তৃতীয় দিনের মত”
Comments are closed.