বিয়ে নিয়ে সবার মনেই নানা ভাবনা থাকে। কে কত খরচ করবেন, ওয়েডিং ডেস্টিনেশন কোথায় হবে,
বিয়ের পোশাক, গয়না, মুখোরোচক সব খাবার ইত্যাদি বিষয় নিয়ে আগে থেকেই পরিকল্পনা শুরু হয়ে যায়। এত আয়োজন করে বিয়ে হওয়ার কিছুদিন পরেই
যদি বিচ্ছেদ ঘটে, তখন নানা জনে নানা মন্তব্য শুরু করেন।
কম খরচে বিয়ে সারলেই নাকি তা দীর্ঘস্থায়ী হয়, এমনটিই জানিয়েছেন গবেষকরা।
তারা জানাচ্ছেন, যে দম্পতিরা বিয়েতে কম খরচ করেন, অন্যদের চেয়ে তাদের একসঙ্গে থাকার সম্ভাবনা বেশি।
এমরি বিশ্ববিদ্যালয় ও সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা বিয়ের খরচের সঙ্গে বিয়ের স্থায়িত্বের সময়কালের মধ্যে যোগসূত্রতা পর্যবেক্ষণ করেন।
‘অর্থ, বিবাহ ও যোগাযোগ’ শীর্ষক এই গবেষণায় দেখা যায়, জাঁকজমকভাবে বিয়ে সারতে অনেকেই সাধ্যের বেশি খরচ করেন।
এ জন্য অনেকেই ঋণ নেন। যা শোধ করতে গিয়ে পরবর্তী সময়ে সংসারে চাপ পড়ে। বিয়ের পর ওই ঋণ পরিশোধ করতে গিয়ে অনেকেই বিপাকে পড়েন।
কারণ, নতুন সংসারে অনেক খরচ হয়। ফলে বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও মনোমালিন্য দেখা দেয়।
অবশেষে আর্থিক সমস্যার কারণে বিচ্ছেদের দিকেও ঝোঁকেন অনেক দম্পতি। তাই বিয়েতে অল্প খরচ হলে আর ঋণ নিতে হয় না।
এতে সংসারেও পরবর্তী সময়ে চাপ পড়ে না। তাই বিয়েতে অতিরিক্ত খরচ না করে বরং সামর্থ্য থাকলে ওই অর্থ ব্যয় করতে পারেন হানিমুনের জন্য।
এক সমীক্ষার ৬৩ শতাংশ উত্তরদাতার দেয়া তথ্য অনুসারে, বিয়েতে বেশি খরচের চেয়ে পছন্দের গন্তব্যে হানিমুনে যাওয়া দম্পতির মধ্যে বোঝাপোড়া ও ভালোবাসা আরও বাড়ায়।
সূত্র: ব্রাইট সাইড
আরও পড়ুন :
- সন্ধ্যা পর্যন্ত দেশের ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- গোমস্তাপুরে ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন
- ফরিদপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- রায়পুয়ায় মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক কাজী নুরুল হক এর ২৫তম মৃত্যু বার্ষিকী পালন
- সরকারের বেঁধে দেয়া দরে পণ্য বিক্রি না করায় ২ ব্যবসায়ীকে জরিমানা
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবিদের সম্মিলিত অধিকার আদায়ে কমিটি গঠন
- বলিউডের জনপ্রিয় অভিনেতা রিও কাপাডিয়া আর নেই
- কক্সবাজারে অস্ত্র কারখানায় র্যাবের হানা
- তিনটি পণ্যের দাম শক্তভাবে মনিটরিং করা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
One Reply to “কম খরচের বিয়ে টেকে বেশিদিন, গবেষণা যা বলে”
Comments are closed.