ঢাকা, বাংলাদেশ | শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   খাগড়াছড়িতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন ৭ জন প্রার্থী    মনোনয়নপত্র দাখিল করলেন এমরান হোসেন মিয়া    দলের পদধারী স্বতন্ত্র প্রার্থীদের অবশ্যই দলীয় শৃঙ্খলা মাথায় রাখতে হবে : তথ্যমন্ত্রী    ৭ম বারের মতো আ.লীগ দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পেলেন রাজিউদ্দিন আহমেদ রাজু,    খাগড়াছড়িতে আওয়ামীলীগের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল    রাজশাহী আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ    অটোরিকশা থেকে নামিয়ে ২ যুবককে হাতুড়িপেটা    স্ত্রী বাবার বাড়ি থেকে না ফেরায় স্বামীর আত্মহত্যা    বিএনপির নেতা মিন্টুর বাড়িতে হামলা, গাড়িতে আগুন    দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ    বিএনপি দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে : তথ্যমন্ত্রী    দুপুরে আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ    যুক্তরাষ্ট্রে ৩ ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি    ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯৭১    আউটসোর্সিং করে নেশাখোরদের হাতে আন্দোলন দিয়েছে বিএনপি : তথ্যমন্ত্রী

সতর্কতা জারির পরই দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ইসরাইলি বাহিনী বোমা হামলা শুরু করেছে। এ হামলায় অন্তত ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই শিশু রয়েছে।

স্থানীয় সময় শনিবার (১৮ নভেম্বর) হামলা শুরু করেন ইসরাইলি সেনারা। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আলজাজিরা।

প্রতিবেদনে ওয়াফা জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে শনিবার সকালে বোমা হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী।

এ হামলায় অন্তত ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের অধিকাংশই শিশু।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে,

উত্তর গাজার বেইত লাহিয়ায় অবস্থিত ইন্দোনেশিয়ান হাসপাতালের আশপাশের লক্ষ্যবস্তুতেও হামলা চালাচ্ছে ইসরাইল।

এর আগে গাজার উত্তরাঞ্চলীয় এলাকায় হামলা চালিয়েছিলেন ইসরাইলি সেনারা। শুক্রবার সকালে প্যালেস্টাইন টিভির খবরে বলা হয়,

সেসব এলাকা থেকে ইন্দোনেশিয়ান হাসপাতালে ১২০টি মরদেহ জড়ো করা হয়।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলে আকস্মিক হামলা চালালে দেশটির এক হাজার ২০০ মানুষ নিহত হন।

হামাসের হামলার জবাবে ওই দিন থেকেই অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক বোমা হামলা শুরু করে ইসরাইল।

এতে গাজায় এখন পর্যন্ত নিহত মানুষের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। যাদের আট হাজার নারী ও শিশু।

আরও পড়ুন :

 


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।