ঢাকা, বাংলাদেশ | রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   ইরাকে সমকামী সম্পর্কে জড়ালে হবে ১৫ বছরের কারাদণ্ড    দুর্বৃত্তের গুলিতে নিউইয়র্কে দুই বাংলাদেশি নিহত    আজ শহীদ শেখ জামালের জন্মদিন    ধান কাটতে গিয়ে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু    চীনে গুয়াংজৌতে টর্নেডোর তাণ্ডবে নিহত ৫, আহত ৩৩    দেশে আরও ৩ দিনের হিট অ্যালার্ট জারি    চোখের নিচে কালো দাগ দূর করার উপায়    জোড়া গোলে ইন্টার মায়ামিকে জেতালেন লিওনেল মেসি    যে কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন    ইরাকি জনপ্রিয় টিকটক তারকা ওম ফাহাদকে গুলি করে হত্যা    রাজধানীতে মোটরসাইকেল চালক নিহত বাসের ধাক্কায়    কম্বোডিয়ায় সেনা ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২০ সেনা    অনুমতি ছাড়া হজ করলে পাপ করা হবে, জানালেন সৌদি আরব    ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প    ৯ থেকে ১১ মে’র মধ্যে এসএসসি ফল প্রকাশ

টাঙ্গাইলের ভূঞাপুরে স্কুলছাত্রকে গলাকেটে হত্যার পর তার প্রতিবন্ধী বাবার পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।

বুধবার (১০ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বেলাল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, মঙ্গলবার (৯ মে) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠানে উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর গ্রামে জাহিদুল ইসলামের প্রতিবন্ধী বাবা সুজন তালুকদারের হাতে অটোভ্যানের চাবি তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন,

জাহিদুল নামে স্কুলছাত্রের বাবা প্রতিবন্ধী ও পরিবারটি দরিদ্র।

বাড়তি আয়ের আশায় অটোভ্যান নিয়ে বের হলে দুর্বৃত্তরা কাঁচি দিয়ে তার গলা কেটে হত্যার পর অটোভ্যানটি ছিনতাই করে নেয়।

এতে নিহতের পরিবারটি আরও ক্ষতিগ্রস্ত ও মানসিকভাবে ভেঙে পড়েন। তাই ওই অসহায় পরিবারকে একটি নতুন অটোভ্যান উপহার দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নিহত জাহিদুল ইসলাম (১৪) ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করতো।

অভাব-অনটনের সংসারে পড়াশোনার খরচ ও পরিবারকে আর্থিক সহযোগিতা করতে

প্রতিবন্ধী বাবার অটোভ্যান নিয়ে বাড়তি আয়-রোজগারের আশায় বের হয়েছিল জাহিদুল ইসলাম।

গত ১ মার্চ রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুর-গোপালপুর সড়কের ঘাটাইলের

পাঁচটিকড়ি দক্ষিণপাড়া এলাকায় একটি প্রাইমারি স্কুলের পাশে জাহিদুল ইসলামকে দুর্বৃত্তরা তার অটোভ্যান ছিনতাইয়ের পর গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।

পরে তার চাচা শামছুল ইসলাম বাদী হয়ে ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন :

এনএএন টিভি


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।