ঢাকা, বাংলাদেশ | রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা আগামী মঙ্গলবার    আজ সিলেটে ভারতের মুখোমুখি হচ্ছেন জ্যোতিরা    ইরাকে সমকামী সম্পর্কে জড়ালে হবে ১৫ বছরের কারাদণ্ড    দুর্বৃত্তের গুলিতে নিউইয়র্কে দুই বাংলাদেশি নিহত    আজ শহীদ শেখ জামালের জন্মদিন    ধান কাটতে গিয়ে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু    চীনে গুয়াংজৌতে টর্নেডোর তাণ্ডবে নিহত ৫, আহত ৩৩    দেশে আরও ৩ দিনের হিট অ্যালার্ট জারি    চোখের নিচে কালো দাগ দূর করার উপায়    জোড়া গোলে ইন্টার মায়ামিকে জেতালেন লিওনেল মেসি    যে কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন    ইরাকি জনপ্রিয় টিকটক তারকা ওম ফাহাদকে গুলি করে হত্যা    রাজধানীতে মোটরসাইকেল চালক নিহত বাসের ধাক্কায়    কম্বোডিয়ায় সেনা ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২০ সেনা    অনুমতি ছাড়া হজ করলে পাপ করা হবে, জানালেন সৌদি আরব

রাজধানীতে তেলাপোকা মারার স্প্রে’র বিষক্রিয়ায় শায়েন মোবারত জাহিন (১৫) ও শাহিল মোবারত জায়ান (৯) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

একই ঘটনায় তাদের মা শারমিন জাহান লিমা ও বাবা মোবারক হোসেন বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

রোববার (৪ জুন) বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে এ মর্মান্তিক  ঘটনা ঘটে।

জানা গেছে, গত শুক্রবার (২ জুন) জাহিন ও জায়ানদের বসুন্ধরা আই ব্লকের নতুন বাসায় স্প্রে করে যান স্প্রে পেস্ট কন্ট্রোল সার্ভিসের কর্মীরা।

এর দুই দিন পর পরিবারের সদস্যরা বাসায় প্রবেশের পর অসুস্থ হয়ে পড়েন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় সবাইকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে জায়ানের মৃত্যু হয়। এছাড়া একই দিন রাত ১০টার দিকে মারা যান জাহিনও।

জায়ান ও জাহিনের খালা ডা. রওনক জাহান রোজির অভিযোগ,

পেস্ট কন্ট্রোল সার্ভিসের অদক্ষ কর্মীদের কারণে এ ঘটনা ঘটেছে। আমরা পেস্ট কন্ট্রোল সার্ভিসের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো সঠিক উত্তর পাইনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম আসাদুজ্জামান বলেন,

দুই শিশুর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাদের মৃত্যুর কারণ জানা যাবে।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি মামলা করার প্রস্তুতি চলছে বলেও নিশ্চিত করেছেন এই পুলিশ কর্মকর্তা।

 

আরও পড়ুন :

এনএএন টিভি


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।