ঢাকা, বাংলাদেশ | রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   কুড়িগ্রামে পেঁয়াজ বিক্রি করতে এসে সন্ত্রাসী হামলার শিকার ২ কৃষক    বেটিং অ্যাপে যুক্ত থাকায় অভিনেতা সাহিল খান গ্রেপ্তার    পদ্মা সেতুতে ১৫শ কোটি টাকা টোল আদায়ের মাইলফলক    তিনদিন হিট অ্যালার্ট থাকলেও সপ্তাহের শেষে সারা দেশে বৃষ্টি প্রবণতা    পাইকগাছার দেলুটিতে ডিঙ্গী বোড়া খাল নিয়ে ইজারাদার ও এলাকাবাসি মুখোমুখি: মানববন্ধন ও প্রতিবাদ সভা অব্যাহত    চুয়াডাঙ্গায় অব্যাহত অতি তীব্র তাপপ্রবাহে পুড়ছে জমির ফসল; ক্ষতির তথ্য নেই কৃষি বিভাগে    টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ    শ্রীনগরে ট্রেনের নিচে কাটা পরে বৃদ্ধ মহিলা নিহত    ঈদগাঁওতে উৎসবমুখর ভোটগ্রহণ : নারী ভোটার দের উপস্থিতি, অপ্রীতিকর ঘটনা ঘটেনি    মোংলায় রূপালী ব্যাংকে আগুন    তীব্র তাপদাহে ট্রাফিক পুলিশের মাঝে পানি ও স্যালাইন বিতরণ    এ নিয়ে টানা ৫ দফায় স্বর্ণের দাম কমলো    ওষুধ না খেয়ে ঘুমের সমস্যা দূর করার উপায়    আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা আগামী মঙ্গলবার    আজ সিলেটে ভারতের মুখোমুখি হচ্ছেন জ্যোতিরা

দেশি ফলের মধ্যে অন্যতম পরিচিত ফল হলো জাম্বুরা। টক-মিষ্টি স্বাদের রসালো এই ফলের রয়েছে অনেক গুণ।

ভিটামিন সি এবং ফাইবারের একটি চমৎকার উৎস এই জাম্বুরা, যা ওজন এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।

এতে থাকা উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সামগ্রীর কারণে তা আমাদের শরীরে অ্যান্টি-এজিং প্রভাব প্রয়োগ করে। ফলে চেহারায় বার্ধক্যের ছাপ দেরিতে পড়ে।

জাম্বুরা প্রচুর পুষ্টিগুণে ভরপুর। সাইট্রাস জাতীয় এই ফলের বিভিন্ন উপকারিতা উঠে এসেছে একাধিক গবেষণায়। এ

ই ফল কেবল সুস্বাদুই নয়, এটি হৃদরোগকে দূরে রাখতে কাজ করে, লিভারের কার্যকারিতা বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বার্ধক্য বিরোধী বৈশিষ্ট্যও রাখে।

এমনটাই বলছেন পুষ্টিবিদরা। ফাইবার, ভিটামিন সি এবং আয়রন এবং পটাসিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি রয়েছে এই ফলে।

চলুন জেনে নেওয়া যাক, জাম্বুরার স্বাস্থ্য উপকারিতা-

সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে :জাম্বুরা ভিটামিন সি সমৃদ্ধ, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ফ্রি র‌্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে। 

এটি ক্ষতিকর জীবাণু দূর করে এবং ফাগোসাইটোসিস বাড়ায়। 

জাম্বুরার উচ্চ অ্যাসকরবিক অ্যাসিড উপাদান সংক্রমণের বিরুদ্ধে লড়াই এবং প্রতিরোধ করতে শ্বেত রক্তকণিকার কার্যকারিতা বাড়ায়।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে : জাম্বুরায় থাকে উচ্চ মাত্রার পটাসিয়াম। ফলে এটি স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে।

 এটি কার্ডিয়াক পেশী কার্যকারিতার প্রচারে কাজ করে, খারাপ এলডিএল কোলেস্টেরলের পরিমাণ কমায় 

এবং স্বাভাবিকভাবেই ভালোএইচডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়ায়।

লিভার ভালো রাখে : নারিনজেনিন এবং নারিনগিনের মতো শক্তিশালী ফাইটোনিউট্রিয়েন্ট রয়েছে জাম্বুরায়।

যে কারণে এই ফল খেলে তা লিভারকে ফ্রি র‌্যাডিক্যাল টক্সিন থেকে রক্ষা করতে বিস্ময়করভাবে কাজ করে। যার ফলে হেপাটিক অবক্ষয় রোধ হয়।

তারুণ্য ধরে রাখে : উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের কারণে জাম্বুরা অ্যান্টি-এজিং প্রভাব প্রয়োগ করতে পারে।

 ভিটামিন সি সহ অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষতিকারক ফ্রি র‌্যাডিকেলের কারণে ত্বকের ক্ষতি প্রতিরোধ করতে সাহায্য করে। 

যা আপনার ত্বকে আরও তারুণ্য বজায় রাখতে সহায়তা করে।

এনএএন টিভি


One Reply to “দেশি ফল জাম্বুরায় রয়েছে ঔষধি গুণ”

Comments are closed.

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।