বাংলাদেশের বোলারদের নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলেছে দক্ষিণ আফ্রিকা। ৫০ ওভার শেষে তাদের রান ৩৮২। বাংলাদেশকে ৩৮৩ রানের লক্ষ্য দিয়েছে প্রোটিয়ারা।
তবে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি প্রোটিয়াদের। মাত্র ৩৬ রানে দুই উইকেট হারায় তারা। রেজা হেনড্রিকস ১২ ও রাসি ফন ডার ডুসেন ১ রানে আউট হন।
ইনিংসে বাংলাদেশের আনন্দের মুহূর্ত বলতে ছিল এতটুকুই। পরের গল্পের শুরুটা এগিয়ে নেন ডি কক ও এইডেন মার্করাম।
বিচ্ছিন্ন হওয়ার আগে দু’জন গড়েন ১৩১ রানের জুটি। সাকিবের বলে ফেরা মার্করাম করেন ৬০ রান।
চতুর্থ উইকেট জুটিতে আরও ভয়ংকর হয়ে ওঠে দক্ষিণ আফ্রিকা। যেখানে মাত্র ৮৭ বলে ১৪২ রান যোগ করেন ডি কক ও হেনরিখ ক্লাসেন।
১০১ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করা ডি কক দেড়শো পূরণ করতে নেন মাত্র ২৮ বল।
চলতি বিশ্বকাপে এটি তার তৃতীয় সেঞ্চুরি। ইনিংসটি খেলার পথে এরই মধ্যে চলতি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি।
দেড়শো রান করার পথে ডি কক ভাঙেন ১৬ বছর আগের রেকর্ড।
উইকেটকিপার হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নেন তিনি।
যেভাবে এগোচ্ছিলেন, তাতে মনে হচ্ছিল ডাবল সেঞ্চুরিও করে ফেলবেন। তবে তাকে হতাশ করেন হাসান মাহমুদ।
তার বলে আউট হওয়ার আগে ১৭৪ রানের অসাধারণ ইনিংস খেলেন ডি কক।
অন্যপ্রান্তে ক্লাসেনও ছিলেন সেঞ্চুরির পথে। হাসান মাহমুদের বলেই শেষ ওভারে ৯০ রানে আউট হন তিনি।
প্রোটিয়াদের বড় ইনিংস নিশ্চিত হয় ডেভিড মিলারের ক্যামিওতে। শেষদিকে ১৫ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি।
বাংলাদেশের হয়ে হাসান দু’টি এবং সাকিব, মুস্তাফিজ ও মেহেদী মিরাজ একটি করে উইকেট নেন।
আরও পড়ুন :
One Reply to “বাংলাদেশকে ৩৮৩ রানের লক্ষ্য দিয়েছে প্রোটিয়ারা”
Comments are closed.