ঢাকা, বাংলাদেশ | রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   পাইকগাছার দেলুটিতে ডিঙ্গী বোড়া খাল নিয়ে ইজারাদার ও এলাকাবাসি মুখোমুখি: মানববন্ধন ও প্রতিবাদ সভা অব্যাহত    চুয়াডাঙ্গায় অব্যাহত অতি তীব্র তাপপ্রবাহে পুড়ছে জমির ফসল; ক্ষতির তথ্য নেই কৃষি বিভাগে    টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ    শ্রীনগরে ট্রেনের নিচে কাটা পরে বৃদ্ধ মহিলা নিহত    ঈদগাঁওতে উৎসবমুখর ভোটগ্রহণ : নারী ভোটার দের উপস্থিতি, অপ্রীতিকর ঘটনা ঘটেনি    মোংলায় রূপালী ব্যাংকে আগুন    তীব্র তাপদাহে ট্রাফিক পুলিশের মাঝে পানি ও স্যালাইন বিতরণ    এ নিয়ে টানা ৫ দফায় স্বর্ণের দাম কমলো    ওষুধ না খেয়ে ঘুমের সমস্যা দূর করার উপায়    আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা আগামী মঙ্গলবার    আজ সিলেটে ভারতের মুখোমুখি হচ্ছেন জ্যোতিরা    ইরাকে সমকামী সম্পর্কে জড়ালে হবে ১৫ বছরের কারাদণ্ড    দুর্বৃত্তের গুলিতে নিউইয়র্কে দুই বাংলাদেশি নিহত    আজ শহীদ শেখ জামালের জন্মদিন    ধান কাটতে গিয়ে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

খুলনার ডুমুরিয়ায় ভোটকেন্দ্র ভেবে টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামক একটি স্কুলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এতে বিদ্যালয়ের একটি কক্ষের দরজা পুড়ে গেছে। এছাড়া রূপসার একটি ভোটকেন্দ্রেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার(৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ডুমুরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তরা ভোট কেন্দ্র ভেবে অগ্নিসংযোগ করে।

এতে বিদ্যালয়ের লাইব্রেরীর একটি কক্ষ পুড়ে যায়।

স্থানীয়দের এক পক্ষের দাবি, নির্বাচনকে সামনে রেখে দুর্বৃত্তরা এই বিদ্যালয়ে আগুন লাগিয়েছেন। স্থানীয়দের আরেকটা পক্ষের দাবি,

ঠান্ডা নিবারণের জন্য উক্ত এলাকার কিশোররা আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছিলেন তখন এ দুর্ঘটনা ঘটে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, অগ্নিকাণ্ডে বিদ্যালয়টির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি জানান, ওই বিদ্যালয়টি ভোটকেন্দ্র নয়।

এদিকে খুলনা রূপসা উপজেলার বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

রূপসা থানা পুলিশ সূত্রে জানা যায়, রাতের দুর্বৃত্তরা ওই বিদ্যালয়ে কেরাসিন সহকারে আগুন দেওয়ার চেষ্টা করে। এ বিদ্যালয়টি একটি ভোটকেন্দ্র।

রূপসা থানার ওসি মোহাম্মদ শওকত কবীর বলেন,

দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করেছিল।

তবে নৈশ প্রহরীর ডাক চিৎকারে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। এখানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আরও পড়ুন :

এনএএন টিভি


One Reply to “ভোটকেন্দ্র ভেবে স্কুলে আগুন”

Comments are closed.

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।