রাজধানীর যাত্রাবাড়ী আড়তে চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে ইমরান হোসেন নামে একজন নিহত হয়েছেন।
ওই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুজন। সোমবার রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, যাত্রাবাড়ী কাঁচাবাজারের মধ্যে বড়বাজার নামে এক আড়তে প্রতিদিন রাতে দেশের বিভিন্ন জেলা থেকে পণ্যবাহী গাড়ি আসে। এসব গাড়ি থেকে নিয়মিত অবৈধভাবে চাঁদা তোলা হয়।
চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে দুগ্রুপের মধ্যে রাত সাড়ে ১২টার দিকে হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটে। এতে একজন নিহত ও দুজন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল আলম বলেন, আড়তে চাঁদাবাজির নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হলে স্থানীয়রা তাদের হাসপাতালে নেন। পরে ওই তিনজনের মধ্যে ইমরান নামে একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।