এন এ এন টিভির সকল শুভাকাক্ষী ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে,
প্রতিষ্ঠানের নীতি বর্হিভুত কর্মকান্ড ও অসদাচরণের কারণে এন এ এন টিভির শিক্ষানবীশ নিউজ রিপোর্টার এ আর পারভেজকে এন এ এন টিভির শিক্ষানবীশ নিউজ রিপোর্টার পদসহ সকল প্রকার কর্মকান্ড থেকে অব্যাহতি প্রদান করা হলো ।
অদ্য হতে সে আর এন এ এন টিভির পরিবারের সাথে সম্পৃক্ত নহে। ভবিষ্যতে তার সাথে যে কোন বিষয়ে যোগাযোগ ও কর্মকান্ডের কারণে এন এ এন টিভি কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
আদেশক্রমে কর্তৃপক্ষ