ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   আর্জেন্টিনা ৭০ হাজার সরকারি কর্মীকে বরখাস্ত করতে যাচ্ছে    ৬০ কিমি বেগে রাতেই যেসব জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা    ফকিরহাটে ষাটোর্ধ্ব নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার    খালেদা জিয়া গুরুতর অসুস্থ: মির্জা ফখরুল    লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ১৫,০০০/- টাকা জরিমানা    দুটো ছেলে মানুষ করা খুব শক্ত কাজ –কারিনা কাপুর    রাজধানীর খিলগাঁওয়ে অটোরিকশাচালকের অস্বাভাবিক মৃত্যু    কেন ধীর হয়ে আসছে পৃথিবীর ঘূর্ণন, সতর্ক করলেন বিজ্ঞানীরা    শুক্রবার প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষা    ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসতে পারে শুক্রবার    ড. ইউনূসের পুরস্কার গ্রহণ গাজায় গণহত্যা সমর্থনের শামিল: পররাষ্ট্রমন্ত্রী    নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির ইফতার মাহফিল    হ্যাকার চক্রের সন্ধান দিলেই মিলবে মোটা অংকের পুরস্কার    ঝালকাঠিতে নদী থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার    “এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল”এর বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠিত

দেশে দ্বিতীয় বার জেলা পরিষদের চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য নির্বাচন আগামী ১৭ অক্টোবর। পার্বত্য তিন জেলা বাদে বাকি ৬১ জেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে ২১ পদের বিপরীতে মোট ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা ভোট দেবেন। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আসছে আগামী ১৭ অক্টোবরে জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
প্রতিটি জেলা পরিষদে একজন চেয়ারম্যান, ১৫ জন সাধারণ সদস্য ও ৫ জন সংরক্ষিত সদস্য নির্বাচিত হবে।
চেয়ারম্যান এক পদের বিপরীতে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য ৫ পদের বিপরীতে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সদস্য ১৫ পদের বিপরীতে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ নির্বাচনে জেলা পরিষদের ২ নং সাদুল্ল্যাপুর ওয়ার্ডের সদস্য প্রার্থী অধ্যক্ষ এস এম আব্দুর রহমান একজন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
চেয়ারম্যান পদে প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত আবু বকর সিদ্দিক (তালগাছ), সাবেক চেযারম্যান আতাউর রহমান (ঘোড়া) ও শরিফুল ইসলাম (হেলিকপ্টার)।
সংরক্ষিত নারী সদস্য পদে কল্পনা রাণী (ফুটবল), তৌহিদা বেগম (দোয়াত কলম), মাজেদা বেগম (টেবিল ঘড়ি), আরিফা আকতার (মাইক), রোজীনা নাহিদ ফারজানা (দোয়াত কলম), উম্মে জাহান (টেবিল ঘড়ি), আফরুজা খাতুন (মাইক) ও রুনা আরজু মোনোয়ারা বেগম (হরিণ) প্রতীক নিয়ে প্রার্থীরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সাধারণ সদস্য পদে প্রতীক পাওয়া প্রার্থীরা হলো আব্দুর রশীদ (হাতি), আলতাফ হোসেন (তালা), এমদাদুল হক (বৈদ্যুতিক পাখা), জামিউল আনছারী (টিউবওয়েল), এস এম আনোয়ারুল কবির (টিউবওয়েল), শহিদুল ইসলাম (তালা), সাইফুর রহমান মণ্ডল (অটোরিকশা), জাহাঙ্গীর আলম (তালা), তহিদুল আমিন মণ্ডল সুমন (টিউবওয়েল), মনিরুজ্জামান (হাতি), আবু সুফিয়ান মণ্ডল (তালা), আব্দুল মতিন মোল্লা (বৈদ্যুতিক পাখা), আব্দুল হান্নান আজাদ (টিউবওয়েল), জাহাঙ্গীর আলম (হাতি), এটিএম সাখাওয়াৎ হোসেন রুবেল (বৈদ্যুতিক পাখা), আব্দুল কুদ্দুস আকন্দ (তালা), আশরাফুল ইসলাম (টিউবওয়েল), শাখাওয়াত হোসেন (হাতি), শামসুজ জোহা (অটোরিকশা), আমজাদ হোসেন মিজান (তালা), টুকু মিয়া (টিউবওয়েল), শুকুর আলী ফিরোজ (হাতি)। প্রতীক পাওয়ার পর হতে নির্বাচনের মাঠ জমে উঠেছে। নির্বাচিত প্রতিনিধিরা মাঝে ভোটার সীমাবদ্ধ হওয়ায় ভি আই পি স্টাইলে প্রচার-প্রচারণা চলমান।

ইউনিয়ন, পৌরসভা, উপজেলা পরিষদে নির্বাচিত প্রতিনিধির মাঝে ভোটের উৎসবের আমেজ চলমান। উৎসব মুখর ভাবে পরিবেশে নির্বাচিত প্রতিনিধিদের ভোটে আসন্ন আগামী জেলা পরিষদ গঠন হবে। সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিকে নির্বাচিত করে জেলার উন্নয়ন বাস্তবায়ন হবে বলে মনে করেন সাধারণ জনতা।


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।