ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে হাত–পা কাটা পড়ল যুবকের    দখল আর দূষণে অস্তিত্ব সংকটে ‘প্রাণ সায়ের খাল’    এখনই তৈমুর ছোট ভাইয়ের ওপর খবরদারি করে, বললেন কারিনা    নকলায় অটোচুরির গডফাদার আলাল উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার    আখের রস দিয়ে গুড় তৈরি করে লাভবান হচ্ছে পাঠাকাটার কৃষকরা    বৈসাবী ও বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা    বাংলাদেশি পণ্যের রপ্তানি কমছে ভারতে    বস্তু হিসেবে রেকর্ড গড়ে টাইটানিকের দরজা, বেশি দামে বিক্রি হওয়ায়    নাটোরে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ৪ বন্ধু আটক    চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে আহত বাক্তির মৃত্যু    আর্জেন্টিনা ৭০ হাজার সরকারি কর্মীকে বরখাস্ত করতে যাচ্ছে    ৬০ কিমি বেগে রাতেই যেসব জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা    ফকিরহাটে ষাটোর্ধ্ব নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার    খালেদা জিয়া গুরুতর অসুস্থ: মির্জা ফখরুল    লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ১৫,০০০/- টাকা জরিমানা

জার্মানির হামবুর্গের জিহোভা’স উইটনেস গির্জায় গোলাগুলিতে ৭ জনের মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, হামলাকারী বন্দুকধারীও নিহত হয়েছেন। তবে গণমাধ্যমের তথ্যানুযায়ী নিহতদের মধ্যে বন্দুকধারীও আছেন কিনা তা পরিষ্কার নয়।

বৃহস্পতিবার (৯ মার্চ) স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটলেও হামলার উদ্দেশ্য পরিষ্কার হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের মুখপাত্র হোলগার ভেহরেন জানান, ওই ভবনে গোলাগুলি হচ্ছে এমন খবরটি তারা পেয়েছিলেন গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টায়। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে পাই যাদের গুলি করা হয়েছিল।’

হোলগার ভেহরেন বলেন, ‘আমরা শুধু এতটুকু জানি, বেশ কয়েকজন লোক মারা গেছেন এবং বেশ কয়েকজন লোক আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কী কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা পরিষ্কার নয়।’

প্রসঙ্গত, ‘জেহোভার সাক্ষী’ কেন্দ্র হিসেবে পরিচিত এই গির্জাটি খ্রিস্টান ধর্মীয় আন্দোলনের সাথে জড়িত।

এদিকে, জার্মানির বৃহত্তম বন্দরনগরী হামবুর্গের মেয়র পিটার শেনশাহ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত কয়েক বছরে জার্মানিতে বেশ কয়েকটি প্রাণঘাতী গুলির ঘটনা ঘটেছে। ২০১৯ এর এক বন্দুকধারী পূর্বাঞ্চলীয় শহর হালেতে ইহুদিদের পবিত্র ইওম কিপুরের দিন এক সিনাগগের সামনে দুইজনকে গুলি করে হত্যা করে।  এরপর, ২০২০ এর ফেব্রুয়ারিতে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর হানাউতে উগ্র ডানপন্থার সঙ্গে সম্পর্কিত বলে সন্দেহ করা এক বন্দুকধারী তুরস্ক থেকে আসা অভিবাসীসহ নয়জনকে গুলি করে হত্যার পর নিজের মাকেও হত্যা করে, এরপর সে ওই বন্দুকের গুলিতেই আত্মহত্যা করে।

 


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।