ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   আর্জেন্টিনা ৭০ হাজার সরকারি কর্মীকে বরখাস্ত করতে যাচ্ছে    ৬০ কিমি বেগে রাতেই যেসব জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা    ফকিরহাটে ষাটোর্ধ্ব নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার    খালেদা জিয়া গুরুতর অসুস্থ: মির্জা ফখরুল    লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ১৫,০০০/- টাকা জরিমানা    দুটো ছেলে মানুষ করা খুব শক্ত কাজ –কারিনা কাপুর    রাজধানীর খিলগাঁওয়ে অটোরিকশাচালকের অস্বাভাবিক মৃত্যু    কেন ধীর হয়ে আসছে পৃথিবীর ঘূর্ণন, সতর্ক করলেন বিজ্ঞানীরা    শুক্রবার প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষা    ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসতে পারে শুক্রবার    ড. ইউনূসের পুরস্কার গ্রহণ গাজায় গণহত্যা সমর্থনের শামিল: পররাষ্ট্রমন্ত্রী    নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির ইফতার মাহফিল    হ্যাকার চক্রের সন্ধান দিলেই মিলবে মোটা অংকের পুরস্কার    ঝালকাঠিতে নদী থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার    “এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল”এর বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠিত

জিনপিংয়ের অনুগত লি কিয়াং চীনের প্রধানমন্ত্রী হচ্ছেন । চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের অধিবেশনে মন্ত্রিপরিষদে বড় ধরনের রদবদলের সম্ভাবনা থাকলেও সাংহাইয়ে দলীয় প্রধান লি কিয়াংয়ের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত।

রোববার (৫ মার্চ) চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের অধিবেশন শুরু হচ্ছে।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ক্ষমতা আরও শক্তিশালী করতে এ অধিবেশনকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তবে তিনি যেভাবে দলের ক্ষমতা ধরে রেখেছেন, তাতে তাঁকে চ্যালেঞ্জ করার মতো দলে কেউ নেই।

জানা গেছে, বার্ষিক এ অধিবেশনে প্রায় তিন হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন।

এতে ঘোষিত হওয়া নতুন প্রধানমন্ত্রীকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির হাল ধরতে হবে।

জিনপিংয়ের পরে তিনিই হবেন দেশটির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি।

করোনাভাইরাস সংক্রমণের সময় গত বছর দেশটির বাণিজ্যিক কেন্দ্র সাংহাইয়ে লকডাউন তদারকির দায়িত্বে ছিলেন লি কিয়াং।

লকডাউনের কারণে সৃষ্ট অর্থনৈতিক ধসে সমালোচিতও হয়েছিলেন।

তারপরও তার কমিউনিস্ট পার্টির দ্বিতীয় শীর্ষ অবস্থানে যাওয়ার খবরে অনেকেই বিস্মিত হয়েছেন।

রোববারের অধিবেশনে বিদায়ী প্রধানমন্ত্রী লি কেকিয়াং মঞ্চের কেন্দ্রে থাকবেন। এরপর নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং সেই জায়গা দখল করবেন।

তারা দুইজন একেবারেই আলাদা মানুষ। বিশেষ করে জিনপিংয়ের আনুগত্যের দিক থেকে।

নতুন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

অধিবেশনে প্রধানমন্ত্রীর পাশাপাশি মন্ত্রিপরিষদ এবং বিভিন্ন দপ্তরের দায়িত্বেও রদবদল আসবে।

সবগুলোতেই প্রেসিডেন্টের অনুগতরাই প্রাধান্য পাবে বলে ধারণা বিশ্লেষকদের। তাদের ভাষ্য, এর মানে এটা নয় যে তারা যোগ্য নন।

বরং প্রশ্ন হলো তারা নির্ভয়ে ও খোলামেলাভাবে প্রেসিডেন্টকে পরামর্শ দিতে পারবেন কিনা।

উল্লেখ্য, চীনা ব্যবসায়ীদের কাছে লি কিয়াংয়ের ভাবমূর্তি উজ্জ্বল। দেশটির বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা রেখেছিলেন তিনি।

মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাকে সাংহাইতে নিয়ে আসার কৃতিত্বও কিয়াংয়ের। এটিই ছিল যুক্তরাষ্ট্রের বাইরে সংস্থাটির প্রথম কারখানা।

খবর: বিবিসি

 


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।