ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   কুড়িগ্রামে লাইজু কিডস ফুটবল একাডেমীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।     পয়েলা বৈশাখে ওড়ানো যাবে না ফানুস    ইসলামী শিক্ষা সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল করলো মানব কল্যাণ পরিষদ    ৫ কেজি ওজনের তরমুজ ১০০ টাকায় মিলছে!    রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সে দুর্বৃত্তের আগুন    চিকেন বারবিকিউ তৈরি করবেন যেভাবে    ফিরে পেলেন ১১ বছর আগে হারানো সন্তান, ওমরাহ পালনে গিয়ে    অন্তঃসত্ত্বা প্রসঙ্গে মুখ খুললেন পরিণীতি    ২৩৮ বার হেরেও ফের নির্বাচনে লড়বেন তিনি    জন্মের পরেই এত বড়লোক রাহা! ২৫০ কোটি রুপির বাংলো উপহার দেবেন আলিয়া-রণবীর    ব্যবহৃত অলংকারের জাকাত দিতে হবে কি?    ১৩.৬৪ সেকেন্ডে ১ লিটার লেবুর শরবত খেলেন ডেভিড    জুমার দিন দরুদ পড়ার ফজিলত    আবারও সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত ৩৬    আবারও অধিনায়ক হিসেবে বাবরকে বেছে নিল পিসিবি

বাংলার খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম এবার ঈদুল ফিতরে ঢোল বাজাবে 

হ্যাঁ তথ্যটি সঠিক; কারণ নির্মাতা সোহেল হাসান-এর নির্মাণে ‘ঢোল মজিদ’ নামে একটি নাটকের একজন ঢুলির চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা।

এর আগেও, ভিন্ন ভিন্ন  বিচিত্র রকম চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন বহু বছর আগেই।

এবার তাঁর সেই অভিনীত চরিত্রের ঢুলিতে যোগ হতে যাচ্ছে এই ঢুলি চরিত্রটি।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘নাটকের গল্প ও চরিত্রের কারণে নিজের লুক পরিবর্তন করি;

করি বলতে নির্মাতা আমাকে যেভাবে চান সেটিই যত্ন নিয়ে করার চেষ্টা করি।

এবার ঢুলি চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবেন। আমার বিশ্বাস নাটকটি ঈদের আনন্দ আরও কিছুটা বাড়িয়ে দেবে।’

প্রসঙ্গত, এ নাটক ছাড়া মোশাররফ করিম সিনেমা ও ওটিটির কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন। আগামী ঈদুল ফিতরে তার অভিনীত একাধিক ওয়েব সিরিজের দ্বিতীয় সিক্যুয়াল প্রচার হবে।

এছাড়াও, তার অভিনীত কয়েকটি নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে কলকাতার সিনেমাও রয়েছে।

মোশাররফ

উল্লেখ্য, মোশাররফ করিম ১৯৯৯ সালে এক পর্বের নাটক অতিথি-এ অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আগমন করলেও

তার সত্যিকার পথচলা শুরু হয় ২০০৪ সালে দুটি নাটকে অভিনয় করে; যা অধ্যবসায়ী চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়।

তিনি বিখ্যাত টেলিফিল্ম ক্যারাম-এ তিশার বিপরীতে অভিনয় করার পর থেকেই বিভিন্ন নাটক এবং মেগা-ধারাবাহিকে অভিনয় শুরু করেন।

মোশাররফ

এরপর, ২০০৮ সালে তিনি দেয়াল আলমারি নাটকে অভিনয় করেন।

এই নাটকের জন্য তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সমালোচক শাখায় সেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ) বিভাগে পুরস্কৃত হন।

২০০৯ সালে ‘হাউজফুল’ নাটকে অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

২০১৩ সালে ‘সেই রকম চা খোর’  নাটকে অভিনয়ের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পীর পুরস্কার অর্জন করেন।

মোশাররফ

২০১৬ সালে ‘ঘাট কাপড়’ টেলিফিল্মে এক মাতালের চরিত্রে অভিনয় করেন তিনি।

২০১৯ সালে বিজয় দিবসে নাগরিক টিভিতে তাকে সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অবলম্বনে নির্মিত ‘নীল দংশন ’  নাটকে অভিনয় করতে দেখা যায়।


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।