ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   চাঁদখালীতে হেঁটে পার হলেও দিতে হচ্ছে টোলের টাকা    পাইকগাছায় পরোয়ানারভুক্ত ৪ আসামী গ্রেফতার    প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ৭ দিন ব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার ষ্টল পরির্দশন    গত দুইদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড     চিত্রনায়িকা পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি    নওগাঁর নিয়ামতপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন    এমপি-মন্ত্রীদের সন্তান ও আত্মীয়রা প্রার্থী হতে পারবেন না    আফ্রিদির সাথে বিবাদের বিষয়টি অস্বীকার করলেন বাবর    ভোজ্যতেলের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত: বাণিজ্য প্রতিমন্ত্রী    সাতক্ষীরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী’র উদ্বোধন    পলাশবাড়ীতে ছুরিকাঘাতে যুবক খুন    লক্ষ্মীপুরে গৃহবধূকে হত্যা মামলার ৭ আসামি গ্রেফতার    আর্সেনালকে হারিয়ে সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ    ২১ এপ্রিল দেখা যাবে এই ধূমকেতু বাংলাদেশ থেকেও    ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) সালানা জলসা বন্ধের দাবিতে আন্দোলন ও সংঘর্ষের ঘটনায় আরও একটি মামলা করা হয়েছে। এ নিয়ে মোট ২৬টি মামলা হয়েছে।

এসব মামলায় গত ২৪ ঘণ্টায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১৯৯ জনকে। আজ বুধবার সকালে জেলা পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, মোট ২৬ মামলায় অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ১৫ হাজারের মতো।

ভিডিও ফুটেজ ও সিসিটিভি দেখে এবং গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে তিনি বলেন, আহমদ নগরসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

এদিকে, পঞ্চগড়ে আহমদ নগরে আহমদিয়া সম্প্রদায়ের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,

অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০৬টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর এক কোটি টাকার মানবিক সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে আহমদিয়া সালানা জলসা মাঠে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে পঞ্চগড়-২ আসনের

সংসদ সদস্য ও রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এ সহায়তা তুলে দেন।

এদের মধ্যে আগুনে পুড়ে যাওয়া শহরের খেলাঘর দোকানের সত্ত্বাধিকারী নাছের বাবু সবচেয়ে বেশি পাঁচ লাখ ২৬ হাজার ৩৬৬ টাকা সহায়তা পান।

গত ৩ মার্চ (শুক্রবার) আহমদনগরে আহমদিয়া সম্প্রদায়ের তিন দিনব্যাপী বার্ষিক সালানা জলসা শুরু হয়।

এদিন জলসা বন্ধের দাবিতে জুমার নামাজের পর পঞ্চগড় শহরের বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের করা হয়।

মিছিল নিয়ে বিক্ষোভকারীরা শহরের চৌরঙ্গী মোড়ে সমবেত হন। সেখান থেকে তারা মিছিল নিয়ে করতোয়া সেতুর দিকে যেতে চাইলে পুলিশ তাদের থামিয়ে দেয়।

একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। তখন পুলিশ ধাওয়া দিলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

একদল বিক্ষোভকারী আহমদনগর এলাকায় গিয়ে আহমদিয়া সম্প্রদায়ের অন্তত শতাধিক বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে।

এ ঘটনায় দুইজন নিহত, পুলিশ, সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হন। পরে বাধ্য হয়ে প্রশাসন রাত ৮টায় জলসা বন্ধ করে দেয়।


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।