ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   রাজধানীর খিলগাঁওয়ে অটোরিকশাচালকের অস্বাভাবিক মৃত্যু    কেন ধীর হয়ে আসছে পৃথিবীর ঘূর্ণন, সতর্ক করলেন বিজ্ঞানীরা    শুক্রবার প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষা    ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসতে পারে শুক্রবার    ড. ইউনূসের পুরস্কার গ্রহণ গাজায় গণহত্যা সমর্থনের শামিল: পররাষ্ট্রমন্ত্রী    নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির ইফতার মাহফিল    হ্যাকার চক্রের সন্ধান দিলেই মিলবে মোটা অংকের পুরস্কার    ঝালকাঠিতে নদী থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার    “এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল”এর বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠিত    কঙ্গনাকে নিয়ে আপত্তিকর মন্তব্যের পর কংগ্রেস নেত্রীর প্রার্থিতা বাতিল    মতলব উত্তরে লাইসেন্সবিহীন দোকানে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার    কোরআনের পাখিদের নিয়ে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের ইফতার    মতলব উত্তরে লাইসেন্সবিহীন দোকানে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার    কুড়িগ্রামে মধ্য কুমরপুর লাইজু কিডস্ ফুটবল একাডেমির শুভ উদ্বোধন    রায়পুরায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশাল র‌্যালী ও জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

কৃষ্ণসাগরে ভেঙে পড়া মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনের ধ্বংসাবশেষ খুঁজবে রাশিয়া

গতকাল বুধবার (১৫ মার্চ) রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ এ কথা জানান।

এর আগে, গত মঙ্গলবার রাশিয়ার সুখোই-২৭ যুদ্ধবিমানের বেপরোয়া তৎপরতায় কৃষ্ণসাগরে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোনটি ভেঙে পড়ে।

জানা গেছে, মার্কিন ড্রোনটি ওই এলাকায় নজরদারি করছিলো।

কৃষ্ণসাগরে

যুক্তরাষ্ট্রের অভিযোগ, আন্তর্জাতিক আকাশসীমায় নিয়মিত অভিযানে অংশ নিতে গেলে রুশ যুদ্ধবিমানের প্রপেলারের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ড্রোনটি। পরে তারা সেটি ভূপাতিত করতে বাধ্য হয়।

রাশিয়ার এ পদক্ষেপ ‘অনিরাপদ ও অপেশাদার’। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে।

এ বিষয়ে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে নিকোলাই পাত্রুশেভ বলেন,

‘আমি জানি না, আমরা শেষ পর্যন্ত এ কাজে সফল হব কি না।

তবে আমরা কৃষ্ণসাগরে ভেঙে পড়া মার্কিন ড্রোনটির ধ্বংসাবশেষ খুঁজব।’

এ সময় নিকোলাই পাত্রুশেভ অভিযোগ জানিয়ে বলেন,

কৃষ্ণসাগরে মার্কিন নজরদারি ড্রোনের উপস্থিতি এটাই প্রমাণ করে যে চলমান যুদ্ধে (ইউক্রেন যুদ্ধ) যুক্তরাষ্ট্র সরাসরি সম্পৃক্ত রয়েছে।

অন্যদিকে, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) সমন্বয়ক জন কিরবি বলেছেন,

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভেঙে পড়া ড্রোনটি খোঁজা হচ্ছে। যদি রাশিয়াও একই কাজ করে, তাহলে উপযুক্ত প্রক্রিয়ায় তাদের সেই সক্ষমতা কমিয়ে আনা হবে।

উত্তাল সাগরের ৪ থেকে ৫ হাজার ফুট গভীরে ড্রোনের ধ্বংসাবশেষ খোঁজার প্রক্রিয়াকে ‘অত্যন্ত চ্যালেঞ্জিং’ বলে মন্তব্য করেছেন মার্কিন সামরিক বাহিনীর জেনারেল মার্কিন মিলে।

ড্রোন ভেঙে পড়ার এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

ফোনালাপের পর এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়া উপকূলে মার্কিন নজরদারি ড্রোন উড়ানোকে ‘উসকানিমূলক কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী।


2 Replies to “কৃষ্ণসাগরে ভেঙে পড়া ড্রোনের ধ্বংসাবশেষ খুঁজবে রাশিয়া”

Comments are closed.

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।