ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান    কুড়িগ্রামে লাইজু কিডস ফুটবল একাডেমীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।     পয়েলা বৈশাখে ওড়ানো যাবে না ফানুস    ইসলামী শিক্ষা সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল করলো মানব কল্যাণ পরিষদ    ৫ কেজি ওজনের তরমুজ ১০০ টাকায় মিলছে!    রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সে দুর্বৃত্তের আগুন    চিকেন বারবিকিউ তৈরি করবেন যেভাবে    ফিরে পেলেন ১১ বছর আগে হারানো সন্তান, ওমরাহ পালনে গিয়ে    অন্তঃসত্ত্বা প্রসঙ্গে মুখ খুললেন পরিণীতি    ২৩৮ বার হেরেও ফের নির্বাচনে লড়বেন তিনি    জন্মের পরেই এত বড়লোক রাহা! ২৫০ কোটি রুপির বাংলো উপহার দেবেন আলিয়া-রণবীর    ব্যবহৃত অলংকারের জাকাত দিতে হবে কি?    ১৩.৬৪ সেকেন্ডে ১ লিটার লেবুর শরবত খেলেন ডেভিড    জুমার দিন দরুদ পড়ার ফজিলত    আবারও সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত ৩৬

ঢাকা ওয়াসার ২০২১-২২ অর্থবছরের বিল কালেকশনে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস

(এমএফএস) ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে নগদ লিমিটেড।

ঢাকা ওয়াসার সারা বছরের বিল কালেকশন সার্ভিসে নগদ-এর অনবদ্য সেবার জন্য এ স্বীকৃতি দিয়েছে ওয়াসা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ঢাকার একটি হোটেলে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম

নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকের হাতে এ পুরস্কার তুলে দেন।

এ সময় তানভীর এ মিশুক বলেন, সাধারণ মানুষের জীবনকে ডিজিটাল প্ল্যাটফর্মে

তুলে আনতে নগদ শুরু থেকেই পরিষেবার বিল প্রদানকে সহজসাধ্য একটি কাজে পরিণত করেছে।

ফলে গ্রাহকরা যেকোনো সময় চাইলেই মোবাইল ফোনের মাত্র কয়েকটি বাটন চেপেই বিল প্রদান সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে পারেন।

এতে গ্রাহকদের মূল্যবান সময় বাঁচার পাশাপাশি অর্থ সাশ্রয় হচ্ছে।

কোভিডের সময় মোবাইলের মাধ্যমে পরিষেবার বিল প্রদান অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে উল্লেখ করে তিনি আরও বলেন,

এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নগদ। ওয়াসার বিল প্রদানে নগদ-এর শ্রেষ্ঠত্বও সেই সফলতারই একটি স্মারক।

নগদের প্রতি গ্রাহকের এই ভালোবাসাই নগদকে নতুন নতুন সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে আনতে অনুপ্রাণিত করছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী,

স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও তাকসিম এ খান,

ঢাকা ওয়াসার বোর্ড চেয়ারম্যান প্রকৌশলী ড. গোলাম মোস্তফা ও নগদ এর চিফ কমার্সিয়াল অফিসার মো. সিহাব উদ্দীন চৌধুরী প্রমুখ।

যাত্রা শুরুর পর থেকে নগদ মানুষের জীবন সহজ করার কাজ করছে।

যার ফল হিসেবে মানুষ খুব সহজে ঘরে বসে নিজের মোবাইল থেকে বিল প্রদান করতে পারছেন।

করোনা মহামারিতে বিল পে সার্ভিস ফ্রি করেছিল নগদ, যা অন্যান্য এমএফএস সেবাকেও উৎসাহিত করেছিল।

বর্তমানে আরো বেশি সার্ভিসে বিল পে সার্ভিস উপভোগ করতে পারছেন নগদ গ্রাহকেরা।

যার কারণে নির্দিষ্ট তারিখের মধ্যে অনায়েসে বিল প্রদান করতে পারছেন তারা।

 


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।