নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

ঢাকা-নারায়ণগঞ্জ রেল রুটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয়ের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১১টায় ঢাকা থেকে নারায়ণগঞ্জ স্টেশনে যাওয়ার পথে শহরের চাষাঢ়া রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। নিহতের নাম-পরিচয় জানা যায়নি, তার আনুমানিক বয়স ৬৫ বছর।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান। তিনি বলেন, নিহতের লাশ উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। সেই সঙ্গে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।