ঢাকা, বাংলাদেশ | শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   রাজশাহী জুড়ে হিট অ্যালার্ট জারি    রাতে দেশের বিভিন্ন স্থানে তীব্র ঝড়ের আশঙ্কা    এই গরমে ঘরেই তৈরি করে ফেলুন চকবার আইসক্রিম    নতুন কাপড় পরিধানের দোয়া    ভোট দিতে পারছেন না একঝাঁক শিল্পী    বৈসু ও নববর্ষ উপলক্ষে আলোচনা সভায় সদস্য খোকনেশ্বর ত্রিপুরা    চুয়াডাঙ্গায় আজ সকাল ৯ টায় ৩৩ ডিগ্রী দুপুর ১২ টায় ৪০ ডিগ্রী    শনিবারে নারায়ণগঞ্জের কিছু এলাকায় ২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে    বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিল ইরান    ভারতের লোকসভা নির্বাচন শুরু আজ    টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়; হিট এলাট জা‌রি    নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করতে চাইলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে -ইসি    এখন দুবাইয়ের পথে এমভি আবদুল্লাহ    দেশের ছয় বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস    চাঁদখালীতে হেঁটে পার হলেও দিতে হচ্ছে টোলের টাকা

নেত্রকোনা দুর্গাপুরে আগুনে বাজারের চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত তিনটার দিকে নেত্রকোনা উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাজারের একটি কনফেকশনারি দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়।

নেত্রকোনা

পরে স্থানীয়রা টের পেয়ে অন্যান্য লোকজন নিয়ে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

ততক্ষণে আগুনে ওই বাজারের একটি ফার্মেসি, একটি কনফেকশনারি দোকান, একটি সেলুন, একটি চা দোকান ও মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।

কনফেকশনারির দোকান মালিক জুবায়ের হোসেন জানান, দোকান থেকে বাড়ি কিছুটা দূরে।

তাই তালা দিয়ে বাড়ি চলে যান ১২ টার আগেই। কিন্তু রাতে হঠাৎ বাজার থেকে কেউ একজন মোঠোফেনে কল দিয়ে বলেন, দোকানে আগুন লেগেছে।

তিনি বলেন, ‘খবর শুনে দৌড়ে বাজারে গিয়ে দেখি সবকিছু আগুনে পুড়ে গেছে। কোনো মালামাল সরাতে পারিনি।’

বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে চারটি দোকানের ২০ লাখ টাকার ওপরে ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। টহল পুলিশ আছে ঘটনাস্থলে।

ওসি আরও বলেন, এ অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন:


One Reply to “নেত্রকোনা দুর্গাপুরে আগুনে ৪ দোকান পুড়ে ছাই”

Comments are closed.

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।