ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   রাজধানীতে বাসের কাচ ভেঙে স্পেশাল ব্রাঞ্চের রিপোর্টারের মৃত্যু    যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান    কুড়িগ্রামে লাইজু কিডস ফুটবল একাডেমীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।     পয়েলা বৈশাখে ওড়ানো যাবে না ফানুস    ইসলামী শিক্ষা সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল করলো মানব কল্যাণ পরিষদ    ৫ কেজি ওজনের তরমুজ ১০০ টাকায় মিলছে!    রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সে দুর্বৃত্তের আগুন    চিকেন বারবিকিউ তৈরি করবেন যেভাবে    ফিরে পেলেন ১১ বছর আগে হারানো সন্তান, ওমরাহ পালনে গিয়ে    অন্তঃসত্ত্বা প্রসঙ্গে মুখ খুললেন পরিণীতি    ২৩৮ বার হেরেও ফের নির্বাচনে লড়বেন তিনি    জন্মের পরেই এত বড়লোক রাহা! ২৫০ কোটি রুপির বাংলো উপহার দেবেন আলিয়া-রণবীর    ব্যবহৃত অলংকারের জাকাত দিতে হবে কি?    ১৩.৬৪ সেকেন্ডে ১ লিটার লেবুর শরবত খেলেন ডেভিড    জুমার দিন দরুদ পড়ার ফজিলত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র রড, রামদা, ছুরি, লাঠিসোটা নিয়ে মহড়া দিয়েছেন।

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় ওই হলের আবাসিক শিক্ষার্থী ও

জাবি শাখা ছাত্রলীগের সহসম্পাদক আহমেদ গালিবকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের একদল শিক্ষার্থী মারধর করার জের ধরেই এ মহড়া দিয়েছেন তারা।

এসময়, অস্ত্রধারীরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের দিকে যাওয়ার চেষ্টা করলে বটতলায় প্রক্টরিয়াল বডির সদস্যরা তাদের বাধা দেন।

সেখানে ছাত্রলীগের নেতাকর্মী ও প্রক্টরিয়াল বডির সদস্যদের মধ্যে ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা হয়।

এক পর্যায়ে ঘটনার ভিডিও ধারণকালে বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সাংবাদিকের দিকে তেড়ে যান ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় একুশে টেলিভিশনের ক্যাম্পাস প্রতিনিধি জুবায়ের আহমেদকে হেনস্তা করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লেনিন মাহবুব,

সহ-সভাপতি হাসান মাহমুদ ফরিদ ও সজিবের ইন্ধনে সাংবাদিকদের দিকে তেড়ে যান অন্য নেতাকর্মীরা।

একপর্যায়ে তারা সাংবাদিক জুবায়েরের গায়ের শার্ট ছিঁড়ে পেলেন।

এ বিষয়ে জুবায়ের আহমেদ বলেন, “আমি মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগের অস্ত্রের মহড়ার ভিডিও করছিলাম।

এসময় তাদের একজন বলে উঠলো ওই দেখ, সাংবাদিক ভিডিও করছে ওরে ধরে মার।

তখন তাদের কয়েকজন আমার গায়ে হাত তোলে। একজন লাঠি দিয়ে বাড়ি দেয়।’

বটতলায় প্রায় দেড় ঘণ্টা ধরে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছিলেন মশাররফ হোসেন হল ছাত্রলীগের নেতাকর্মীরা।

তবে এসময় রবীন্দ্র চত্বরে অবস্থান নেয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের নেতাকর্মীরা।

পরে মীর মশাররফ হোসেন হলের উত্তেজিত নেতাকর্মীরা ফিরে যাওয়ার পর সেখানে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন উপস্থিত হন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন,

‘ক্যাম্পাসে দেশীয় অস্ত্র থাকলে নিরাপত্তা ব্যবস্থায় তো একরকম শঙ্কা তৈরি হয়।

আমরা এসবের বিরুদ্ধে রয়েছি। এক্ষেত্রে হল থেকে এসব নির্মূলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা সর্বাত্মক সহায়তা করবো।

আর ছাত্রলীগের কেউ অস্ত্র নিয়ে মহড়া দিলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ-উল হাসান বলেন, ‘আজকের ঘটনাটি অপ্রত্যাশিত।

সাংবাদিক হেনস্তার বিষয়ে তিনি বলেন, ‘সাংবাদিকের সাথে যেটা ঘটেছে সেবিষয়েও অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।’


One Reply to “জাবি তে ছাত্রলীগের অস্ত্রের মহড়া”

Comments are closed.

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।