ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   আর্জেন্টিনা ৭০ হাজার সরকারি কর্মীকে বরখাস্ত করতে যাচ্ছে    ৬০ কিমি বেগে রাতেই যেসব জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা    ফকিরহাটে ষাটোর্ধ্ব নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার    খালেদা জিয়া গুরুতর অসুস্থ: মির্জা ফখরুল    লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ১৫,০০০/- টাকা জরিমানা    দুটো ছেলে মানুষ করা খুব শক্ত কাজ –কারিনা কাপুর    রাজধানীর খিলগাঁওয়ে অটোরিকশাচালকের অস্বাভাবিক মৃত্যু    কেন ধীর হয়ে আসছে পৃথিবীর ঘূর্ণন, সতর্ক করলেন বিজ্ঞানীরা    শুক্রবার প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষা    ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসতে পারে শুক্রবার    ড. ইউনূসের পুরস্কার গ্রহণ গাজায় গণহত্যা সমর্থনের শামিল: পররাষ্ট্রমন্ত্রী    নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির ইফতার মাহফিল    হ্যাকার চক্রের সন্ধান দিলেই মিলবে মোটা অংকের পুরস্কার    ঝালকাঠিতে নদী থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার    “এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল”এর বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠিত

বরাবরের মতো এ বছরও বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির স্পোর্টস প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

এতে ক্যালগেরিতে বসবাসরত বিভিন্ন বয়সের প্রবাসীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির আয়োজিত বিভিন্ন খেলাধুলার মধ্যে উল্লেখযোগ্য ছিল ব্যাডমিন্টন, টেবিল টেনিস এবং কেরাম প্রতিযোগিতা।

ব্যাডমিন্টন প্রতিযোগিতায় (ডাবল) টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জয়ন্ত বসু ও সঞ্জয় মল্লিক।

রানার আপ- জুবায়ের সিদ্দিকী ও শুভ্র দাস শুভ এবং তৃতীয় স্থান ইফতেখার ও সাজিদ খান।

টেবিল টেনিস প্রতিযোগিতায় (একক টুর্নামেন্ট) চ্যাম্পিয়ন হয়েছে নাইম উল হাসান এবং রানার আপ- মিজান।

ক্যারাম (ডাবল) টুর্নামেন্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আসিফ হোসেন ও শাওন সুবহান এবং রানার আপ- লিওন ও পাপন।

আগামীকাল ২৬শে মার্চ দুপুর ২টায় বাংলাদেশ সেন্টারে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

এ বছর স্পোর্টস এর গ্র্যান্ড স্পন্সর ছিলেন আব্দুল্লাহ রফিক। মিডিয়া পার্টনার ছিল আলবার্টার প্রথম বাংলা অনলাইন পোর্টাল প্রবাস বাংলা ভয়েস।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরী বলেন,

শত ব্যস্ততা ও প্রতিকূলতার মাঝেও যারা অংশগ্রহণ করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা। আগামীতে এভাবেই আপনাদের পাশে পেতে চাই।

সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ্র বলেন, প্রবাসে এ ধরনের আয়োজন যেন আমাদের অতীতের দিনগুলোতে নিয়ে যায়।

আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে সবগুলো ইভেন্ট সম্পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা।

স্পোর্টস সেক্রেটারি সাকিব হোসেন বলেন, শত কর্ম ব্যস্ততার মধ্যে দিয়ে যারা সময় দিয়েছেন,

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং জয়ী এবং পরাজিত সকলকেই আমার অভিনন্দন।

উল্লেখ্য, স্বাধীনতা দিবস উপলক্ষে আগামীকাল বাংলাদেশ সেন্টারে দুপুর ২ টায় একা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন:

এনএএন টিভি


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।