ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   আর্জেন্টিনা ৭০ হাজার সরকারি কর্মীকে বরখাস্ত করতে যাচ্ছে    ৬০ কিমি বেগে রাতেই যেসব জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা    ফকিরহাটে ষাটোর্ধ্ব নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার    খালেদা জিয়া গুরুতর অসুস্থ: মির্জা ফখরুল    লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ১৫,০০০/- টাকা জরিমানা    দুটো ছেলে মানুষ করা খুব শক্ত কাজ –কারিনা কাপুর    রাজধানীর খিলগাঁওয়ে অটোরিকশাচালকের অস্বাভাবিক মৃত্যু    কেন ধীর হয়ে আসছে পৃথিবীর ঘূর্ণন, সতর্ক করলেন বিজ্ঞানীরা    শুক্রবার প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষা    ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসতে পারে শুক্রবার    ড. ইউনূসের পুরস্কার গ্রহণ গাজায় গণহত্যা সমর্থনের শামিল: পররাষ্ট্রমন্ত্রী    নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির ইফতার মাহফিল    হ্যাকার চক্রের সন্ধান দিলেই মিলবে মোটা অংকের পুরস্কার    ঝালকাঠিতে নদী থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার    “এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল”এর বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠিত

কুমিল্লার লালমাইয়ে মুক্তিযোদ্ধা শহীদদের গণকবরে শ্রদ্ধা জানাতে গিয়ে জুতা পায়ে প্রবেশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

এ ঘটনার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। এ ছাড়া মুক্তিযোদ্ধারাও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।

ইউএনওর দাবি- তিনি জুতা পায়ে স্মৃতিফলকের পাশে ছিলেন। যদিও ছবিতে চারদিকে বেষ্টনী দেওয়া গণকবরের ভেতরে ইউএনওকে জুতা পায়ে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২৫ মার্চ বিকেলে শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল উপজেলার ‘হাড়াতলি স্মৃতিফলকে’ মোমবাতি প্রজ্বালন করতে যান ইউএনও মো. ফোরকান এলাহি অনুপম,

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরীন আক্তারসহ উপজেলার কয়েকজন কর্মকর্তা, পুলিশের একটি দল ও স্থানীয় বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক।

এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিফলকে শহীদদের ফুলেল শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন।

শ্রদ্ধা জানানোর সময় ইউএনও এবং ইউপি চেয়ারম্যানসহ অন্যদের পায়ে জুতা ছিল।

বিষয়টি জানাজানি হলে বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এদিকে ২৫ মার্চ রাত ৮টা ৫৪ মিনিটে ‘ইউএনও লালমাই কুমিল্লা’ নামীয় ফেসবুক আইডিতে ইউএনও নিজেই কয়েকটি ছবি পোস্ট করেন।

একটি ছবিতে দেখা যায়, গণকবরের বেষ্টনীতে প্রবেশ করে জুতা পায়ে ইউএনওসহ অন্যরা পুষ্পস্তবক অর্পণ করছেন।

আরেকটি ছবিতে দেখা যায়, মোমবাতি প্রজ্বালনের সময় তারা জুতা পায়ে দাঁড়িয়ে আছেন। পরে ছবিগুলো রাতেই ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে লালমাই উপজেলার আলীশ্বর গ্রামের বীর মুক্তিযোদ্ধা দ্বীন মোহাম্মদ বলেন, এখন বীর মুক্তিযোদ্ধাদের অপমান করলে কোনো বিচার হয় না।

বিভিন্ন প্রগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের ডেকে নিয়ে স্কুলের বাচ্চাদের মতো বেঞ্চে বসিয়ে রাখে আর রাজাকারের ছেলেরা মঞ্চে বসে কথা বলে।

বঙ্গবন্ধুর কন্যা ছাড়া আর কেউ মুক্তিযোদ্ধাদের হৃদয় থেকে বোঝে না। জুতা নিয়ে গণকবরে প্রবেশের তীব্র নিন্দা জানাচ্ছি।

কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফিউল আহমেদ বাবুল বলেন,

যারা হাড়াতলি গণকবরে জুতা নিয়ে প্রবেশ করেছেন তারা স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের অপমান করেছেন।

তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কুমিল্লা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি।

আরও পড়ুন:

 


One Reply to “জুতা পায়ে শহীদদের গণকবরে ইউএনও!”

Comments are closed.

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।