ঢাকা, বাংলাদেশ | সোমবার, ১৩ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   দেশ থেকে সৌদি পৌঁছেছেন ১২ হাজার ৬৪৯ হজযাত্রী    এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু আজ, যেভাবে করবেন    ইন্দোনেশিয়ায় স্কুলবাস দুর্ঘটনায় নিহত ১১ জন    গোমস্তাপুরে ৮ শিক্ষকের মাদ্রাসায় ২ পরীক্ষার্থী, পাশ করেনি কেউ।    ২৯তম বার এভারেস্টের চূড়ায় পৌঁছে নিজের রেকর্ড ভাঙলেন কামি রিতা    টিকটকের বিজ্ঞাপন-সুবিধা চালু হলো বাংলাদেশে    সাংবা‌দিক পলা‌শের মে‌য়ে জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে    মুন্সিগঞ্জে উপজেলা নির্বাচনে পুলিশের উপর হামলা: ইউপি চেয়ারম্যান রিমান্ডে    খাগড়াছড়িতে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত    এবারের এসএসসিতে ৫১ শিক্ষা প্রতিষ্ঠানের কেউই পাস করেনি: শিক্ষামন্ত্রী    চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত    আজ বিশ্ব মা দিবস    আজ আন্তর্জাতিক নার্স দিবস    আয়ারল্যান্ডে মেয়েকে নিয়ে সুন্দর মুহূর্তগুলো কাটাচ্ছেন প্রিয়াঙ্কা-নিক    রাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

ভোলায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ির আম গাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন এক গার্মেন্টসকর্মী।

পুলিশ লাশ উদ্ধারের পাশাপাশি ওই তরুণীর ব্যবহ্নত স্মার্ট ফোন জব্দ করেছে। তবে নিহত তরুণীর পরিবার এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিতে অনিচ্ছুক।

রোববার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলা শিবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।

সদর থানার এসআই মো. আনোয়ার হোসেন বলেন, প্রেমের সম্পর্কের অবনতিতে ওই তরুণী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

নিহত আরজু আক্তার (১৭) নামে ওই তরুণী শিবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত নজির আহমেদের মেয়ে।

‘নিহত আরজু আক্তার ছয় ভাইবোনের মধ্যে চতুর্থ ছিল। ৪ থেকে ৫ বছর যাবত ঢাকার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।

ঈদের একদিন আগে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে গ্রামে এসেছিলেন। সোমবার তাঁর কর্মস্থলে ফেরার কথা ছিল।’

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়,

বাড়ির পাশের এক তরুণের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল।

সম্প্রতি ওই তরুণকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করা হলে সে বিবাহ করতে অস্বীকৃতি জানায়। এই ক্ষোভ থেকে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে আরজু।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই আনোয়ার হোসেন জানান,

নিহত আরজুর সঙ্গে এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সম্পর্কে অবনতি হওয়াতে সে আত্মহত্যা করেছে।

তবে তাঁর প্রেমিকের কোনো তথ্যের বিষয়ে পুলিশ নিশ্চিত হতে পারেনি। তাঁর স্মার্ট ফোনটির তথ্য উপাত্ত যাচাই-বাছাই করার পর প্রেমিককে শনাক্ত করা সম্ভব।

নিহতের পরিবার ওই তরুণী প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যা করেছে দাবি করলেও তাঁরা কোনো আইনগত ব্যবস্থা নিতে ইচ্ছুক না।

তাঁরা আরজুর লাশ বিনা ময়নাতদন্তে নেয়ার আবেদন করেছেন। তবে তাদের আবেদন গ্রহণ করা হয়নি। লাশ মর্গে রয়েছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি


One Reply to “প্রেমের সম্পর্কে ধোঁকা; গার্মেন্টসকর্মীর আত্নহত্যা”

Comments are closed.

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।