ঢাকা, বাংলাদেশ | রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   আজ শহীদ শেখ জামালের জন্মদিন    ধান কাটতে গিয়ে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু    চীনে গুয়াংজৌতে টর্নেডোর তাণ্ডবে নিহত ৫, আহত ৩৩    দেশে আরও ৩ দিনের হিট অ্যালার্ট জারি    চোখের নিচে কালো দাগ দূর করার উপায়    জোড়া গোলে ইন্টার মায়ামিকে জেতালেন লিওনেল মেসি    যে কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন    ইরাকি জনপ্রিয় টিকটক তারকা ওম ফাহাদকে গুলি করে হত্যা    রাজধানীতে মোটরসাইকেল চালক নিহত বাসের ধাক্কায়    কম্বোডিয়ায় সেনা ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২০ সেনা    অনুমতি ছাড়া হজ করলে পাপ করা হবে, জানালেন সৌদি আরব    ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প    ৯ থেকে ১১ মে’র মধ্যে এসএসসি ফল প্রকাশ    প্রচণ্ড গরমে মারাত্মক নেতিবাচক প্রভাব, রংপুরের পোল্ট্রি শিল্পে    বাংলাদেশসহ ছয় দেশে পিঁয়াজ রপ্তানি করবে ভারত

শেরপুরের শ্রীবরদীতে পাহাড়ি ঝিরির পানিতে গোসল করতে গিয়ে বাঁশের খুঁটি বুকে বিঁধে মারা গেছে এক শিশু।

রোববার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের কর্ণঝোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইব্রাহিম ওরফে বাবু (৭) ওই এলাকার আফরোজ আলীর ছেলে।

ঘটনার সূত্রপাত প্রসঙ্গে আফরোজ আলী জানান,

বিকেলে তার শিশু সন্তান ইব্রাহিম প্রতিবেশি ছেলে-মেয়েদের সাথে তাদের বাড়ির পাশে ঝিরির পানিতে গোসল করতে যায়।

এ সময় ইব্রাহিম ঝিরির পাড় থেকে লাফিয়ে পানিতে পড়লে সেখানে থাকা বাঁশের খুঁটি বুকে লাগে। এতে সে গুরুতর আহত হয়।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত ডাক্তার ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শিশুটির পরিবারে নেমেছে শোকের ছায়া।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

‘এ ঘটনায় নিহত ইব্রাহিমের বাবা বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।’

আরও পড়ুন:

এনএএন টিভি


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।