ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   নাটোরে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ৪ বন্ধু আটক    চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে আহত বাক্তির মৃত্যু    আর্জেন্টিনা ৭০ হাজার সরকারি কর্মীকে বরখাস্ত করতে যাচ্ছে    ৬০ কিমি বেগে রাতেই যেসব জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা    ফকিরহাটে ষাটোর্ধ্ব নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার    খালেদা জিয়া গুরুতর অসুস্থ: মির্জা ফখরুল    লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ১৫,০০০/- টাকা জরিমানা    দুটো ছেলে মানুষ করা খুব শক্ত কাজ –কারিনা কাপুর    রাজধানীর খিলগাঁওয়ে অটোরিকশাচালকের অস্বাভাবিক মৃত্যু    কেন ধীর হয়ে আসছে পৃথিবীর ঘূর্ণন, সতর্ক করলেন বিজ্ঞানীরা    শুক্রবার প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষা    ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসতে পারে শুক্রবার    ড. ইউনূসের পুরস্কার গ্রহণ গাজায় গণহত্যা সমর্থনের শামিল: পররাষ্ট্রমন্ত্রী    নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির ইফতার মাহফিল    হ্যাকার চক্রের সন্ধান দিলেই মিলবে মোটা অংকের পুরস্কার

দুর্বৃত্তের বেধড়ক পিটুনিতে বাংলাদেশি উবার চালক আরিফুল হক জেমস(৩১) এর করুণ মৃত্যু হয়েছে।

পেনসিলভেনিয়াস্থ ট্রাই-কাউন্টি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজার জ্যেষ্ঠপুত্র জেমসকে মৃতপ্রায় অবস্থায়

লিহাই এবং ইসিংটন এলাকা থেকে ফিলাডেলফিয়ার পুলিশ উদ্ধার করে শুক্রবার রাতে টেম্পল হাসপাতালে ভর্তি করে।

পরদিন শনিবার জেমসের বাবাকে ফোন করে জানানো হয় এমন পরিস্থিতির তথ্য।

সাথে সাথে পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরসহ কম্যুনিটির নেতৃস্থানীয়রা হাসপাতালে যান।

সে সময় জেমসের নিথর দেহ দেখেন তারা হাসপাতালের বেডে। তবে তখনও তার শরীরের কোন কোন অংশ নড়াচড়া করতে দেখেছেন সকলে।

এমনি অবস্থায় সোমবার ৮ মে অপরাহ্নে চিকিৎসকরা জেমসের স্বজনকে জানান, জেমস আর বেঁচে নেই। তার মাথায় প্রচণ্ড আঘাত ছিল।

রক্তক্ষরণ হয়েছে প্রচুর। তাকে বাঁচানো সম্ভব হলো না।

ফিলাডেলফিয়া সিটি সংলগ্ন আপার ডারবির বাসিন্দা জেমসের বাবার বাড়ি রংপুরে।

কয়েক মাস আগে রংপুরে গিয়ে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছেন জেমস। তার স্ত্রী ইমিগ্র্যান্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আসার অপেক্ষায় ছিলেন।

আওয়ামী লীগ নেতা আবু তাহের জানান,

জেমসের একটি মাত্র ছোট ভাই কলেজে পড়ছেন। একমাত্র বোনের বিয়ে হয়েছে কয়েক বছর আগে। বাবার সংসারে সহযোগিতার জন্য জেমস উবার চালাতেন।

সর্বশেষ শুক্রবারও উবার চালানো অবস্থাতেই দুর্বৃত্তের তাকে মেরে ফেললো বলে মনে করা হচ্ছে। লাশের ময়না তদন্ত শেষে মঙ্গলবার জেমসের বাবার কাছে হস্তান্তরের কথা।

সে সময় আরো বিস্তারিত জানা যাবে জেমসের মৃত্যুর কারণ। তবে সোমবার রাত পর্যন্ত এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের পুলিশ শনাক্ত করতে পারেনি। এ নিয়ে কম্যুনিটিকে ক্ষোভের সঞ্চার ঘটেছে।

উল্লেখ্য, পেনসিলভেনিয়া স্টেটে কর্মরত বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভারদের সংগঠন ‘বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র (বিটিএসপি) সাবেক সভাপতি তোজাম্মেল হক তোজার পুত্রের হত্যাকাণ্ডের রহস্য এবং

ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিটিএসপির সভাপতি আজম মাহবুবুর রহমান,

সাধারণ সম্পাদক মনসুর আলী মিঠু, প্রচার সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম,

পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের-সহ কম্যুনিটির নেতৃবৃন্দ।

আরও পড়ুন :

এনএএন টিভি


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।