ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   আর্জেন্টিনা ৭০ হাজার সরকারি কর্মীকে বরখাস্ত করতে যাচ্ছে    ৬০ কিমি বেগে রাতেই যেসব জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা    ফকিরহাটে ষাটোর্ধ্ব নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার    খালেদা জিয়া গুরুতর অসুস্থ: মির্জা ফখরুল    লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ১৫,০০০/- টাকা জরিমানা    দুটো ছেলে মানুষ করা খুব শক্ত কাজ –কারিনা কাপুর    রাজধানীর খিলগাঁওয়ে অটোরিকশাচালকের অস্বাভাবিক মৃত্যু    কেন ধীর হয়ে আসছে পৃথিবীর ঘূর্ণন, সতর্ক করলেন বিজ্ঞানীরা    শুক্রবার প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষা    ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসতে পারে শুক্রবার    ড. ইউনূসের পুরস্কার গ্রহণ গাজায় গণহত্যা সমর্থনের শামিল: পররাষ্ট্রমন্ত্রী    নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির ইফতার মাহফিল    হ্যাকার চক্রের সন্ধান দিলেই মিলবে মোটা অংকের পুরস্কার    ঝালকাঠিতে নদী থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার    “এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল”এর বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠিত

এক্কেবারে নগ্ন অবস্থান যুবক-কিশোর বয়সী ছেলেরা গ্রিল কেটে কিংবা শিক বাকা করে ঘরে ঢুকে পড়ছে। আর চুরি করে নিয়ে যাচ্ছে মূল্যবান সব জিনিসপত্র।

এরকম ঘটনা এখন হরহামেসায় ঘটছে বরিশারে বরগুনায়।

তবে কোনো কোনো ক্ষেত্রে চোরের দল ড্রোন ব্যবহার করছে চুরির আগে।

সম্প্রতি কয়েকটি বাড়ীতে এসব চুরির ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, দেখা যায় চুরির আগে ড্রোনের মাধ্যমে বাড়ির চতুর্পাশ পর্যবেক্ষণ করে চোরেরা।

এরপর সবকিছু নিয়ে সটকে পড়ছে তারা।

ধরা পড়ে গেলেও কেউ যাতে কাছে না আসে, সেজন্য তারা চুরি করতে ঢোকে নগ্ন হয়ে!

সিসিটিভি ফুটেজের সময় অনুযায়ী, রাত পৌনে চারটা নাগাদ যখন দুস্কৃতিকারীরা বাড়ি থেকে বের হয় তখন চোরদের একজনকেই দেখা যায় সম্পূর্ণ নগ্ন অবস্থায়;

আর বাকিরা ছিল মুখোশ পরা। এভাবেই বরগুনাতে ড্রোন ব্যবহার করে বিভিন্ন বাড়ির চারপাশ পর্যবেক্ষণের পর ঘটছে চুরির ঘটনা।

কয়েকমাস আগে একই কায়দায় আরেক বাড়িতে চুরির অভিযোগ পাওয়া গেছে।

সেখানেও একজনের কোনো কাপড় গায়ে ছিল না বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি লজ্জায় তখন কেউ তার কাছে যায়নি।

ওই বাড়ীর বাসীন্দারা বলেন. উলঙ্গ হয়ে চুরি করতে যাওয়া এক ধরনের বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছে।

প্রায় প্রতিদিনই কোনো না কোনো বাড়ীতে এভাবে চুরি হচ্ছে। গ্রামের মানুষের এসব চোরের যন্ত্রণায় অস্থির অবস্থায় আছে।

এ প্রসঙ্গে বরগুনা সদর থানার ওসি জানান, এরকম ভাসমান চুরির ঘটনা প্রায়ই ঘটে। আমরা চোরদের ধরে আদালতে চালান করে দিই।

চোরেরা অনেক সময়ই আইনের ফাঁকফকর দিয়ে বেরিয়ে গিয়ে আবারও চুরির সাথে জড়িয়ে পড়ে।

যে অভিনব পন্থায় চুরি হয়েছে তা পর্যবেক্ষণ ও চোরদের শনাক্ত করার চেষ্টা করছি।

 

আরও পড়ুন :

এনএএন টিভি


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।